Naming of Cockroach: প্রাক্তনকে সহ্যই করতে পারেন না? এবার তার নামেই আরশোলার নামকরণ করে মনের জ্বালা মেটান

Naming of Cockroach: প্রাক্তনের নামে আরশোলার নাম করতে পারেন এবার। কানাডার একটি চিড়িয়াখানা এই অফার দিচ্ছে।

Naming of Cockroach: প্রাক্তনকে সহ্যই করতে পারেন না? এবার তার নামেই আরশোলার নামকরণ করে মনের জ্বালা মেটান
ছবি সোজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 8:52 PM

ওটাওয়া: অনেকের জীবনেই প্রাক্তনের অস্তিত্ব রয়েছে। কারোর সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুর মতো। আবার কারোর ক্ষেত্রে প্রাক্তনের সঙ্গে অভিজ্ঞতা ভাল নয়। তাঁর নাম শুনলেই পুরনো বিভিন্ন অসুখকর স্মৃতি ফিরে আসে। সামনেই ভ্যালেন্টাইনস ডে। প্রেমিক-প্রেমিকা একে অপরের জন্য বিশেষ উপহার বা সারপ্রাইজের প্ল্যান তো করে থাকেনই। তবে এবার প্রাক্তনের জন্য বিশেষ কিছু প্ল্যান করলে কেমন হয়? ঘাবড়াবেন না। বড় কোনও উপহার দিতে হবে না প্রাক্তন বা প্রাক্তনীকে। তবে এ কাজ করলে আপনারই পুরনো ক্ষোভ বের করা সম্ভব হবে। কী এই সুযোগ?

এক অনোন্য উপায়ে আপনার কারোর প্রতি খারাপ লাগা ও রাগ প্রকাশ করার সুযোগ দিচ্ছে কানাডার একটি চিড়িয়াখানা। ভ্যালেন্টাইনস দিবস উপলক্ষে টরোন্টো জ়ু ওয়াইল্ড লাইফ কনসারভেন্সি নেম-আ-রোচ নামের একটি অভিযান শুরু করেছেন। এই অভিযানে আপনি কারোর নামে একটি আরশোলার নামকরণ করতে পারেন। চাইলে আপনি এই আরশোলার নাম নিজের প্রাক্তন বা প্রাক্তনীর নামে রাখতেই পারেন। তবে শুধুমাত্র প্রাক্তন বা প্রাক্তনীতেই সীমাবদ্ধ নয় এই অফার। আপনার জীবনে এমন কেউ থাকতেই পারে যাঁকে আপনি পছন্দ করেন না। সে আপনার অফিসের রাগি বস হোক বা বিরক্তিকর কোনও আত্মীয়, তাঁদের নামেও এই আরশোলার নামকরণ করা যেতে পারে। তবে এর জন্য সামান্যই টাকা অনুদান দিতে হবে আপনাকে।

এই সংস্থার তরফে টুইট করে এই আরশোলার নামকরণ অভিযানের ঘোষণা করা হয়েছে। টুইটে এই সংস্থা জানিয়েছে, “গোলাপেরা লাল; বেগুনি রং নীল…আপনার জীবনে এমন কেউ রয়েছে যাঁরা আপনাকে বিরক্ত করছেন? এই ভ্যালেন্টাইনস ডে-তে তাঁদের নামে আরশোলার নামকরণ করে চমকে দিন।” কীভাবে করবেন এই আরশোলার নামকরণ? এর জন্য অনলাইনে গিয়ে ‘অনুদান দিন’ ও ‘এর নামে’ নির্বাচন করতে পারেন। সেখানে নিজের পছন্দসই নামটি উল্লেখ করতে পারেন এবং তারপর তা পোস্ট করে দিতে হবে। তারপর আরশোলার নাম সমেত একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন সেই ব্যক্তি। সঙ্গে পাবেন ডিজিটাল গ্রাফিক্স ও রসিদ। তবে অবশ্যই টরন্টো চিড়িয়াখানা জানিয়েছে, নামকরণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং বিদ্বেষমূলক বক্তব্য ও অশ্লীলতা সহ্য করা হবে না। এদিকে চিড়িয়াখানার এই অফারে এক মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে এই নামকরণের জন্য ২৫ মার্কিন ডলার অনুদান দিতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১,৫০৭ টাকা। তাহলে এই ভ্যালেন্টাইনস ডে তেই নিজের ক্ষোভ উগরে দিতে অপছন্দের ব্যক্তির নামে এই আরশোলার নামকরণ করতে পারেন।