Panademic alert: ৫০ হাজার পর জেগে উঠছে জোম্বি ভাইরাস! চরম সতর্কবার্তা বিজ্ঞানীদের
Zombie virus: ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করেছিল করোনা ভাইরাস। করোনা আক্রান্ত ব্যক্তির উপসর্গ আপাতভাবে বোঝা যায় না। করোনা-মুক্ত হওয়ার পর ফুসফুস, লিভার, ব্রেন-সহ শরীরের আভ্যন্তরীণ প্রত্যঙ্গের ক্ষতি হলেও আপাতদৃষ্টিতে সেটা বোঝা যায় না। তবে জোম্বি ভাইরাসে আক্রান্তের ফল মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
মস্কো: করোনা মহামারীর আতঙ্ক এখনও কেউ ভোলেনি। ভ্যাকসিন দিয়ে সংক্রমণের তীব্রতা কমানো গেলেও নির্মূল হয়নি করোনা ভাইরাস। এখনও শীতের গোড়ায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে ফের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন সকলে। এর মধ্যে আরও এক মহামারীর সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেগে উঠতে পারে প্রায় ৫০ বছর আগেকার জোম্বি ভাইরাস। আর এর জন্য দায়ী জলবায়ুর পরিবর্তন।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার ফলে উত্তর মেরু থেকে আন্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে। আর এই বরফের নীচেই চাপা রয়েছে সংক্রামক জোম্বি ভাইরাস। সাইবেরিয়ার বিজ্ঞানী দল ২০১৪ সালেই জোম্বি ভাইরাসের স্ট্রেনের হদিশ পেয়েছেন। এটি ৪৮ হাজার ৫০০ বছরের পুরানো ভাইরাস। বরফের নীচেই চাপা রয়েছে। যেভাবে হিমবাহ, বরফ গলতে শুরু করেছে, তার ফলে এই ভাইরাস ফের পুনরুজ্জীবিত হয়ে উঠবে এবং জীবনদায়ী হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।
কীভাবে সংক্রমণ ছড়াবে জোম্বি ভাইরাস?
করোনার মতো জোম্বি ভাইরাসও সংক্রামক হবে এবং মহামারি ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাইবেরিয়ারি বিজ্ঞানীরা। জোম্বি ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্কবার্তা দিয়ে অ্যাক্স মার্সেইলি ইউনিভার্সিটির গবেষক জিন মাইকেল ক্লেভারি জানান, মহামারি ছড়াতে পারে জোম্বি ভাইরাস। প্রথমে দক্ষিণাঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব হবে, তারপর এটি উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়বে। যেভাবে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছিল, সেই একইভাবে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে সফর করলে এক ব্যক্তির থেকে অন্যের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়বে। এটা খুবই ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন তিনি।
কী ধরনের রোগ ছড়াবে জোম্বি ভাইরাস?
ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করেছিল করোনা ভাইরাস। করোনা আক্রান্ত ব্যক্তির উপসর্গ আপাতভাবে বোঝা যায় না। করোনা-মুক্ত হওয়ার পর ফুসফুস, লিভার, ব্রেন-সহ শরীরের আভ্যন্তরীণ প্রত্যঙ্গের ক্ষতি হলেও আপাতদৃষ্টিতে সেটা বোঝা যায় না। তবে জোম্বি ভাইরাসে আক্রান্তের ফল মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। জোম্বি ভাইরাসে আক্রান্ত হলে ঠিক কেমন রোগ হবে বা উপসর্গ কী হবে, সে ব্যাপারে এখনই স্পষ্ট করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে পোলিওর মতো অসুখ হতে পারে বলে তাঁদের আশঙ্কা। স্বাভাবিকভাবেই করোনার থেকেও মারাত্মক হতে পারে জোম্বি ভাইরাস।