Donald Trump: বাইডেনের গদি ছিনিয়ে নেবে ট্রাম্প? আবারও বড় জয় পেল প্রাক্তন প্রেসিডেন্ট
US President Election 2024: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৪ সালেও? প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক দৌড়ে আবারও বড় জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রাইমারিতে জিতে গেলেন ট্রাম্প।
ওয়াশিংটন: ঠিক যেন ‘দেজা ভু’! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৪ সালেও? প্রেসিডেন্ট নির্বাচনে (US President Election) প্রাথমিক দৌড়ে আবারও বড় জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিউ হ্যাম্পশায়ারের (New Hampshire) রিপাবলিকান প্রাইমারিতে জিতে গেলেন ট্রাম্প। অন্যদিকে এই আসনে কোনও প্রচার না করেও জিতে গিয়েছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনও (Joe Biden)। আবার কী তাহলে প্রেসিডেন্টের গদির জন্য মুখোমুখি লড়াই করবেন বাইডেন-ট্রাম্প?
মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার আসনে জিতে যান রিপাবলিকান প্রার্থী। এর আগে তিনি আইওয়া আসনেও জয়ী হয়েছিলেন। ফলে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন প্রাক্তন প্রেসিডেন্ট। ট্রাম্প জয়ী হওয়ায় অনেকটাই পিছিয়ে গেলেন আরেক রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি।
জানা গিয়েছে, ৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিকি হ্যালি পেয়েছেন ৪৬.৬ শতাংশ ভোট। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পরই মুখ ভার নিকি হ্য়ালির। তিনি বলেন, “আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমার লড়াই জারি থাকবে। এই দৌড় এখনও শেষ হয়নি। গন্তব্যের এখনও অনেক পথ বাকি রয়েছে।”
অন্যদিকে, মার্কিন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও নিউ হ্যাম্পশায়ার ডেমোক্রাটিক প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন। এই আসনে “রাইট-ইন’ প্রার্থী ছিলেন বাইডেন। তিনি প্রচারেও আসেননি, ব্যালটে ভোটও দেননি। সাউথ ক্যালিফোর্নিয়ার আগেই হ্যাম্পশায়ারে নির্বাচন করানোয় নির্বাচনী বিধি ভেঙেছে ডেমোক্রাট পার্টি, এমনটাই অভিযোগ।
ডোনাল্ড ট্রাম্প আইওয়া, নিউ হ্য়াম্পশায়ারে একের পর এক নির্বাচনে জয়ী হলেও, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বাধা পড়তে পারে।