Share Market News: ৩ মাসেই ডবল বাজাজের শেয়ার, মুখ থুবড়ে পড়ল ইনফোসিস
Indian Stock Market: গতকালের মতো আজও আপার সার্কিট হিট করেছে মাহিন্দ্রা ইপিসি ইরিগেশন। এ ছাড়াও বাজাজ হেলথকেয়ারও আজ আপার সার্কিট হিট করেছে। এই দুই কোম্পানির শেয়ারের দাম আজ সর্বোচ্চ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ প্রায় ৬ শতাংশ পড়ে গিয়েছে ইনফোসিসের শেয়ারে দাম। আর এর ফলে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির পরিবারের হাতে থাকা শেয়ারে তাঁদের লসের অঙ্কটা প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা। অন্যদিকে গতকালের মতো আজও আপার সার্কিট হিট করেছে মাহিন্দ্রা ইপিসি ইরিগেশন। এ ছাড়াও বাজাজ হেলথকেয়ারও আজ আপার সার্কিট হিট করেছে। এই দুই কোম্পানির শেয়ারের দাম আজ সর্বোচ্চ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অক্টোবরের ২৫ থেকে আজ জানুয়ারির ১৭ তারিখের মধ্যে বাজাজ হেলথ কেয়ারের শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের কাছ থেকে প্রায় ২ হাজার ৫০১ কোটি টাকার অর্ডার আসার পর আজ এইচএফসিএলের শেয়ারের দাম সামান্য হলেও উঠেছে।
আজ বাড়ল যারা:
গতকালের মত আজও দাম বাড়ল মাহিন্দ্রা ইপিসি ইরিগেশনের। আজ সর্বোচ্চ ২০ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার। এ ছাড়াও আজ সর্বোচ্চ ২০ শতাংশ দাম বেড়েছে বাজাজ হেলথকেয়ার সংস্থারও। এ ছাড়াও দাম বেড়েছে হিন্দুস্তান মোটরস, কোয়াড্র্যান্ট ফিউচার টেক ও বিএলএস ইন্টারন্যাশনালেরও।
আজ পড়ল যারা:
গতকাল সামান্য বাড়লেও আজ আবার ১০৮.৬ পয়েন্ট পড়েছে নিফটি। আজ ১০ শতাংশ পড়েছে স্টারলিং অ্যান্ড রিনিউয়েবেলের শেয়ারের দাম পড়েছে ১০ শতাংশ। এ ছাড়াও আজ দাম পড়েছে কল্যাণ জয়েলার্স, তানিওয়ালা কেমিক্যালস, হাটসুন অ্যাগ্রো ও ইনফোসিসের।
বাজারের টুকরো খবর:
- আজ শেয়ার প্রতি ১২ টাকা ও ৬ টাকা করে মোট ১৮ টাকা ডিভিডেন্ড দিল এইচসিএল টেকনোলজিস।
- শেয়ার প্রতি ১০ টাকা ও ৬৬ টাকা করে মোট ৭৬ টাকা ডিভিডেন্ড দিল টিসিএস।
- ১:২ অনুপাতে বোনাস দিল কিটেক্স গার্মেন্টস।
- ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে একাধিক কোম্পানি। যার মধ্যে টাটার ইন্ডিয়ান হোটেলস, অ্যাটলাস সাইকেলস, উইপ্রো, রামকৃষ্ণ ফোর্জিংস উল্লেখযোগ্য।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।