Paper Notes: ২৩ টি দেশ ব্যবহারই করে না কাগজের নোট, কেন জানেন
Paper Notes: বিশ্বের মোট ২৩ টি দেশে প্লাস্টিকের নোট ব্যবহার করা হয়। এই সব দেশও একসময় কাগজের নোট ব্যবহার করত।
কলকাতা: বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। শুক্রবারই এই ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই। কেউ কেউ বলছেন, হয়ত এবার কাগজের টাকার ব্যবহারই বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। প্লাস্টিকের নোট ব্যবহারের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। একটা সময়ে রাজা-মহারাজাদের আমলে শুরু হয়েছিল কয়েনের প্রচলন। পরে আসে নোট। তবে ভারতে কাগদের নোটের ব্যবহার হলেও, অনেক দেশেই ব্যবহৃত হয় প্লাস্টিকের নোট।
২৩ টি দেশে ব্যবহৃত হয় প্লাস্টিকের নোট
বিশ্বের মোট ২৩ টি দেশে প্লাস্টিকের নোট ব্যবহার করা হয়। এই সব দেশও একসময় কাগজের নোট ব্যবহার করত। পরে তারা প্লাস্টিকের ব্যবহার শুরু করেছে। এর মধ্যে ৬ টি দেশ সম্পূর্ণভাবে কাগজের নোটের ব্যবহার বন্ধ করে দিয়েছে। সেই ছয় দেশ হল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, রুমানিয়া, পাপুয়া নিউগিনি ও ব্রুনেই।
প্লাস্টিকের নোটের ক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে?
বিশেষজ্ঞরা মনে করেন, কাগজের নোট নকল করার সুবিধা অনেক বেশি। কিন্তু প্লাস্টিকের নোট নকল করা মোটেই খুব একটা সুবিধাজনক নয়। এছাড়া প্লাস্টিকের নোট ভিজে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। ফলে একটা নোট চলে অনেক বেশি দিন ধরে।