Aadhar Card: প্রতারণা ঠেকাতে আধার কার্ড ব্যবহারের ইতিহাস চেক করুন, কীভাবে করবেন জানুন এখানে
Aadhar card usage history: আধার প্রতারণা ঠেকাতে বিশেষ সুবিধা নিয়ে এল UIDAI কর্তৃপক্ষ। এবার আধার নম্বর কোন-কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত তথ্য জানা যাবে। এককথায় আধার কার্ড ব্যবহারের ইতিহাস জানা যাবে।
নয়া দিল্লি: দেশ তথা বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক ID সিস্টেম হল আধার কার্ড (Aadhar Card)। পরিচয়পত্র থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ফোনের সিম নেওয়া, যে কোনও লাইসেন্স নেওয়া, আইটি ফাইল করা, প্যান কার্ড করা-সহ সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পেতে ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর জরুরি। আর বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করার সুবাদে অনেক সময়ই অনেকের আধার নম্বর লিক হয়ে যায়। যার সুযোগ নেয় সাইবার প্রতারকরা। আধার নম্বরের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফাঁকা করে দেয় সাইবার প্রতারকরা। তাই এবার আধার প্রতারণা ঠেকাতে বিশেষ সুবিধা নিয়ে এল UIDAI কর্তৃপক্ষ। এবার আধার নম্বর কোন-কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত তথ্য জানা যাবে। এককথায় আধার কার্ড ব্যবহারের ইতিহাস (Aadhar card usage history) জানা যাবে।
UIDAI-এর তরফে জানানো হয়েছে, আধার কার্ডের কোনও ভুল ব্যবহার হয়েছে কিনা, অজানা কেউ বেআইনিভাবে আপনার আধার নম্বর ব্যবহার করে কোনও প্রতারণার চেষ্টা করছে কিনা তা একলপ্তে জানা যাবে। যার নামে আধার কার্ড রয়েছে সে এবার আধার কার্ডের ইতিহাস জানতে পারবে। অর্থাৎ কখন, কোথায় আপনার ১২ সংখ্যার আধার নম্বর ব্যবহার হচ্ছে, তা চাইলেই অনলাইনে আপনি দেখতে পারবেন। এমনকি কোন-কোন নথির সঙ্গে এবং কী কী প্ল্যাটফর্মে আধার নম্বর সংযুক্ত করা হয়েছে, সেটিও জানতে পারবেন। কীভাবে আধার কার্ড ব্যবহারের ইতিহাস চেক করবেন, দেখে নেওয়া যাক একনজরে…
আধার কার্ড ব্যবহারের ইতিহাস দেখার পদ্ধতি
১) প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ যান। ২)আধারের ওয়েবসাইটে গিয়ে ‘মাই আধার’ অপশন নির্বাচিত করুন। ৩)আধার সার্ভিস অপশনের নীচে ‘আধার যাচাই ইতিহাস’ (Aadhaar Authentication History) অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। ৪) এবার একটি নতুন উইন্ডো খুলবে, সেখানে ১২ সংখ্যার আপনার আধার নম্বর দিন। ৫) আপনার আধার নম্বর যাচাই করতে মোবাইল বা মেলে একটি সিকিউরিটি কোড এবং OTP যাবে। সেটি নির্দিষ্ট স্থানে বসাতে হবে। ৬) এরপর আধার কার্ডের ইতিহাস ডাউনলোড অপশন আসবে।
আধার কার্ড ইতিহাস অপশন ডাউনলোড করলেই আধার ব্যবহারের বিস্তারিত তথ্য দেখা যাবে। সেটি ভাল করে দেখবেন। কোনও ভুল বা সন্দেহজনক ব্যবহার হয়েছে মনে হলে অবিলম্বে UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। UIDAI-এর টোল ফ্রি নম্বর ১৯৪৭ অথবা ই-মেল help@uidai.gov.in -এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আধার ব্যবহারের পরই এভাবে ইতিহাস দেখে নেওয়া অভ্যাসে পরিণত করুন। তাহলে আধার-প্রতারণা অনেকাংশে এড়ানো যাবে বলে UIDAI কর্তৃপক্ষের দাবি।