সান ফ্রান্সিসকো: প্রয়োজন নেই আর এই পদগুলির, অ্যামাজনেও শুরু হল কর্মী ছাঁটাই (Layoff)। চলতি সপ্তাহ থেকেই অ্যামাজনে (Amazon) ব্যাপক কর্মী ছাঁটাই শুরু হচ্ছে, মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, কমপক্ষে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। বুধবারই অ্যামাজনের হার্ডওয়্যার চিফ ডেভ লিম্প কর্মীদের পাঠানো মেমোয় বলেন, “একাধিক পর্যালোচনা করার পর, আমরা কিছু টিম ও প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরফলে একাধিক পদের আর প্রয়োজন থাকবে না।”
গত সপ্তাহেই জানা গিয়েছিল অ্যামাজনে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করা হবে। সংস্থার খরচ কমাতে ও বৈশ্বিক মন্দার সঙ্গে পাল্লা দিতে কমপক্ষে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। বুধবার সেই খবর নিশ্চিত করে সংস্থার হার্ডওয়্যার চিফ ডেভ লিম্প বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গেই জানাচ্ছি যে অ্য়ামাজনের ডিভাইস অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে অনেক দক্ষ ও প্রতিভাবান কর্মীদের হারাব আমরা”। অ্যামাজন সংস্থার তরফে জানানো হয়েছে, যেসমস্ত কর্মীরা চাকরি খোয়াবেন, তাদের ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হবে এবং নতুন চাকরি খোঁজা থেকে যাবতীয় সাহায্য করতে সকলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করবে অ্য়ামাজন।