Milk Price: দাম বাড়ল আমূল দুধের, কত টাকা বেশি খসবে পকেট থেকে?

Milk Price: দাম বাড়ল আমূল দুধের। গুজরাটে প্রতি লিটারে আমূল দুধের দাম বেড়েছে ২ টাকা করে।

Milk Price: দাম বাড়ল আমূল দুধের, কত টাকা বেশি খসবে পকেট থেকে?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 6:24 PM

দাম বাড়ল আমূল দুধের (Amul Milk)। শনিবার প্রতি দুধের প্যাকেটে ২ টাকা করে দাম বাড়াল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। তবে দেশের সব জায়গায় এই দাম বাড়ছে না। কেবলমাত্র সৌরাষ্ট্র, আমেদাবাদ ও গান্ধীনগরের বাজারে বাড়ল দুধের দাম। ১ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে এই নয়া দাম।

দাম বাড়ার পর ৫০০ মিলিলিটার আমূল গোল্ডের (Amul Gold) দাম হল ৩২ টাকা। ৫০০ মিলি আমূল স্ট্যান্ডার্ড-র (Amul Standard) দাম হয়েছে ২৯ টাকা। আর এবার থেকে ৫০০ মিলি আমূল তাজা (Amul Taaza) মিলবে ২৬ টাকায়। ৫০০ মিলি আমূল টি স্পেশ্যালের (Amul T-Special) দাম হল ৩০ টাকা। প্রসঙ্গত, ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের পর এই প্রথম সেই রাজ্যে দাম বাড়ল আমূল দুধের। এর আগে গত বছর অগস্টে প্রতি লিটার দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছিল আমূল।

এদিকে গত ৩ ফেব্রুয়ারি সমস্ত ধরনের দুধের দাম বাড়িয়েছিল আমূল। দেশের সমস্ত বাজারের জন্য সেই দাম প্রযোজ্য হলেও সেই মুহূর্তে গুজরাটের বাজারে দাম বাড়েনি আমূল দুধের। এর আগে গত সাত বছরে আমূল দুধের দাম বাড়েনি। ২০১৩ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ৮ টাকা বেড়েছিল আমূল দুধের দাম। প্রসঙ্গত, গ্রীষ্মকালে দুধের উৎপাদন কমে যায়। এই কারণে দুধ উৎপাদনকারী সংস্থাগুলিকে গবাদি পশুপালকদের বেশি টাকা দিতে হয়। তাই মনে করা হচ্ছে, দুধের দাম বাড়তে পারে।