Google: Artificial Intelligence-এই গুরুত্ব শুধু , খরচ কমাতে কর্মীদের ‘ফ্রি’তে খাওয়ানোও বন্ধ করে দিচ্ছে Google!
Cost Cutting: নতুন হাইব্রিড কাজের পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে অফিসের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। গুগলের তরফে যে যে পরিষেবাগুলি দেওয়া হচ্ছে, তা কতটা ব্যবহার করা হচ্ছে, তার উপরে ভিত্তি করেই বিভিন্ন পরিষেবায় বদল করা হবে।
সান ফ্রান্সিসকো: আর্থিক মন্দার প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তথ্য-প্রযুক্তি সংস্থা থেকে বহুজাতিক সংস্থাগুলির কর্মীরা। একধাক্কায় হাজার হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে সংস্থার খরচ কমাতে। যে সংস্থাগুলি থেকে বিপুল সংখ্য়ক কর্মী ছাঁটাই করা হচ্ছে, সেই তালিকায় শীর্ষেই রয়েছে গুগল। সম্প্রতিই সংস্থার তরফে দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছে। একসঙ্গে প্রায় ১২ হাজার গুগলের কর্মী (Google Employees) চাকরি খোয়াবেন বলে জানা গিয়েছে। আর্থিক মন্দা (Financial Crisis) ও খরচ কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। তবে এখানেই ক্ষান্ত হচ্ছে না গুগল। সংস্থার খরচ কমাতে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। এবার থেকে গুগল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই-র উপরে জোর দেওয়া হবে। প্রযুক্তিগত উন্নতিতে বেশি খরচ করে সংস্থার কর্মীদের উপরে খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজনেস ইনসাইডারের তরফে জানানো হয়েছে, গুগল সংস্থার খরচ কমানোর জন্য নতুন নতুন একাধিক পদক্ষেপ করা হচ্ছে। এবার থেকে গুগলের কর্মীরা অফিসে ক্যাফে, মাইক্রো কিচেনের মতো পরিষেবাগুলি উপভোগ করতে পারবেন না। খাবারের অপব্য়বহার কমাতে ও পরিবেশের উন্নতির লক্ষ্যেই সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গুগলের তরফে প্রকাশিত মেমো-তে বলা হয়েছে, আমাদের সাম্প্রতিক বৃদ্ধি, চ্যালেঞ্জিং আর্থিক পরিবেশের কথা মাথায় রেখে এবং আধুনিক প্রযুক্তিতে, বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বিনিয়োগের উপরে জোর দেওয়ার জন্য এই কাজ অত্য়ন্ত জরুরি। গুগলের চিফ ফিনান্সিয়াল অফিসার রুথ পোরাট ও সংস্থার সার্চ লিড প্রভাকর রাঘবন এই মেমোয় স্বাক্ষর করেছেন।
মেমোতে বলা হয়েছে, নতুন হাইব্রিড কাজের পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে অফিসের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। গুগলের তরফে যে যে পরিষেবাগুলি দেওয়া হচ্ছে, তা কতটা ব্যবহার করা হচ্ছে, তার উপরে ভিত্তি করেই বিভিন্ন পরিষেবায় বদল করা হবে। ক্য়াফে, মাইক্রো কিচেন সহ একাধিক পরিষেবা কতটা ব্যবহার করা হচ্ছে, তার উপরে সেই পরিষেবাগুলি চালু রাখা হবে নাকি বন্ধ করে দেওয়া হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে। উদাহরণ স্বরূপ বলা হয়েছে, যদি সপ্তাহের কোনওদিন দেখা যায় যে অফিসে কর্মীদের সংখ্যা কম এবং ক্যাফের ব্য়বহার প্রায় হচ্ছেই না, সেইদিন ক্য়াফে বন্ধ রাখা হবে। এর বদলে বিকল্প কোনও পরিষেবার ব্যবস্থা করা হতে পারে।
উল্লেখ্য, গত মাসেই গুগলের তরফে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছিল। সেই সময় অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, সংস্থার তরফে পণ্য,কর্মী ও আগামিদিনের লক্ষ্য পর্যালোচনা করে তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী ছাঁটাই করা হবে। কর্মী ছাঁটাইয়ের জন্য যাবতীয় দায়ভার সুন্দর পিচাই নিজের কাঁধেই তুলে নিয়েছেন।