Anant Ambani-Radhika Wedding: অম্বানী পরিবারের বিয়ের তোড়জোড়, অনন্ত-রাধিকার বিয়েতে কী উপহার পাবেন অতিথিরা?

Anant Ambani-Radhika Wedding: কারা কারা অতিথি তালিকায় থাকবেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন অনুষ্ঠানে গান করবেন দিলজিৎ দোসাঞ্জ ও রিহানা। অনুষ্ঠানের জায়গাটি সাজানোর দায়িত্ব পড়েছে মনীশ মালহোত্রার কাঁধে। গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার এনগেজমেন্ট হয়। সব রীতি মেনেই হয়েছিল সেই অনুষ্ঠান।

Anant Ambani-Radhika Wedding: অম্বানী পরিবারের বিয়ের তোড়জোড়, অনন্ত-রাধিকার বিয়েতে কী উপহার পাবেন অতিথিরা?
রাধিকা ও নীতা অম্বানির সঙ্গে অনন্তImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Feb 16, 2024 | 8:06 AM

নয়া দিল্লি: আর কয়েকদিনের মধ্য়েই অনুষ্ঠিত হতে চলেছে মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ে। ধুমধাম করে যে বিয়ে অনুষ্ঠান হবে, তা অনুমানযোগ্য। আগামী ১ থেকে ৩ মার্চ গুজরাটের জামনগরে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে অতিথি তালিকা। জানা যাচ্ছে, যাঁরা ওই বিয়েতে আসছেন, তাঁদের দেওয়া হবে এক বিশেষ উপহার। তার জন্য স্বদেশ নামে এক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে অম্বানীদের।

জানা গিয়েছে, বিয়ের অতিথিদের দেওয়া হবে মোমবাতি। তবে সেই মোমবাতি সাধারণ মোমবাতি নয়। দৃষ্টিহীন শিল্পীদের তৈরি মোমবাতি দেওয়া হবে অতিথিদের। ফলে অম্বানী পরিবারের বিয়েতে প্রাধান্য পেতে চলেছে মেক ইন ইন্ডিয়া-র ধারনা। ভারতীয় সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে।

কারা কারা অতিথি তালিকায় থাকবেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন অনুষ্ঠানে গান করবেন দিলজিৎ দোসাঞ্জ ও রিহানা। অনুষ্ঠানের জায়গাটি সাজানোর দায়িত্ব পড়েছে মনীশ মালহোত্রার কাঁধে। গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার এনগেজমেন্ট হয়। গুজরাটি রীতি মেনে গোল ধানা বা চুনারি বিধিও পালন করেছিল অম্বানী পরিবার। এনগেজমেন্টেই উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।

অনন্ত অম্বানী ব্রাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে রিলায়েন্সের এনার্জি বিজনেস দেখাশোনা করেন তিনি। জানা যায়, তাঁর সম্পত্তির অঙ্ক প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলার। তাঁর স্ত্রী রাধিকাও ব্যবসায়ী পরিবারের মেয়ে।