AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Home Loan: ঋণ পরিশোধ করতে EMI-র পরিমাণ বাড়াবেন নাকি ঋণের মেয়াদ? কোন ক্ষেত্রে বেশি লাভ আপনার?

Home Loan: ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ তো শোধ করতেই হবে। এক্ষেত্রে গ্রাহকদের সামনে দুটি পথ খোলা হয়েছে, হয় ইএমআইয়ের পরিমাণ বাড়ান, নয়তো ঋণের মেয়াদ বাড়ান।

Home Loan: ঋণ পরিশোধ করতে EMI-র পরিমাণ বাড়াবেন নাকি ঋণের মেয়াদ? কোন ক্ষেত্রে বেশি লাভ আপনার?
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 8:30 AM
Share

নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির সঙ্গে খাপ খাওয়াতে সম্প্রতিই রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫০ বেসিস পয়েন্ট বাড়ায় বর্তমানে রেপো রেট বেড়ে ৫.৪০ শতাংশে পৌঁছেছে। পরপর তিন দফায় রেপো রেট বাড়ায় বিভিন্ন ব্যাঙ্কগুলিও তাদের ঋণের উপরে সুদের হার বৃদ্ধি করতে শুরু করেছে। এরফলে চাপ বাড়বে গৃহস্থের পকেটে। যারা ঋণ নিয়েছেন, তাদের মাসিক ইএমআইয়ের অঙ্ক বেশ অনেকটাই বাড়তে চলেছে। কিন্তু সকলের পক্ষেই কী এই বাড়তি ইএমআইয়ের খরচ বহন করা সম্ভব?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট বাড়াতেই ব্যাঙ্কগুলির উপরে চাপ বেড়েছে। তবে রেপো রেট ও ব্যাঙ্কের সুদের হিসাব বোঝার আগে রেপো রেট কী, তা জানা প্রয়োজন। ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে ঋণ দেয় আরবিআই, তাকেই রেপো রেট বলে। রেপো রেট যত বাড়বে, ব্যাঙ্কগুলির উপরে সুদের হারও ততই বাড়তে থাকবে। স্বাভাবিকভাবেই এই অতিরিক্ত সুদের বোঝা ব্যাঙ্ক নিজে বহন করবে না,  তা গ্রাহকদের উপরই চাপিয়ে দেবে। এই কারণেই এবার গৃহ ঋণ সহ একাধিক ঋণের উপরে সুদের পরিমাণ বাড়তে চলেছে। যারা নতুন ঋণ নেবেন, তাদের যেমন অতিরিক্ত সুদ গুনতে হবে। তেমনই আবার যারা ইতিমধ্যেই ঋণ নিয়েছেন, তাদেরও ইএমআইয়ের হার বেড়ে যাবে।

ইএমআইয়ের অঙ্ক বাড়াবেন নাকি ঋণের মেয়াদ?

ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ তো শোধ করতেই হবে। এক্ষেত্রে গ্রাহকদের সামনে দুটি পথ খোলা হয়েছে, হয় ইএমআইয়ের পরিমাণ বাড়ান, নয়তো ঋণের মেয়াদ বাড়ান। অনেকেই মনে করছেন ঋণের মেয়াদ বাড়ানোই ভাল উপায়। এতে প্রতি মাসে অতিরিক্ত খরচ বহন করতে হবে না। তার বদলে আর কিছুদিন অতিরিক্ত ঋণের খরচ বহন করতে হবে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, ঋমের মেয়াদ বাড়ানোর বদলে, ইএমআইয়ের পরিমাণ বাড়ানোই শ্রেয়। কারণ যদি আপনি ঋণের মেয়াদ বাড়ান, তাতে যে পরিমাণ সুদের হার বসবে, তা বর্ধিত ইএমআইয়ের তুলনায় বেশি হবে।

ধরুন আপনি ৩০ লক্ষ টাকার গৃহ ঋণ নিয়েছেন। প্রতি বছর সুদের হার ৭.৫৫ শতাংশ, ঋণের মেয়াদ ২৫ বছর। এক্ষেত্রে আপনার মাসিক ইএমআই হচ্ছে ২২ হাজার ২৬৭ টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট বাড়ানোয় এবার সুদের হার ৭.৫৫ শতাংশের বদলে ৮.০৫ শতাংশে বেড়ে দাঁড়াবে। নতুন সুদের হার অনুযায়ী আপনার ইএমআইয়ের খরচ বাড়বে ৯৮৭ টাকা। প্রতি মাসে ২৩ হাজার ২৫৪ টাকা দিতে হবে। অর্থাৎ ২৫ বছরের মেয়াদে সুদের হারের হিসাবে আপনাকে অতিরিক্ত ২.৯৫ লক্ষ টাকা দিতে হবে।

কিন্তু আপনি যদি ঋণের মেয়াদ বাড়ান, তবে এক্ষেত্রে আপনার বকেয়া অর্থের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। যদি ৩৬ মাস অর্থাৎ ৩ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করেন সুদের হার ৭.৫৫ শতাংশে অপরিবর্তিত রেখে, তবে সুদের অঙ্ক বেড়ে দাঁড়াবে ৫ লক্ষ ৩৯ হাজারে।  অর্থাৎ ইএমআইয়ের তুলনায় ২ লক্ষ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে ব্যাঙ্ক-কে।