Senior Citizen: প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড় আর ফেরাবে না রেল
রেলের দেওয়া তথ্য অনুসারে, ২০২০ সালের মার্চ মাসে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড় বন্ধ করেছিল রেল। কিন্তু তা আর চালু করা হবে না।
নয়াদিল্লি: বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের টিকিটে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড় দিত ভারতীয় রেল। বছর দুয়েক আগে প্রবীণ নাগরিকদের জন্য সেই ছাড় বন্ধ করে দেয় রেল। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড় আর দেবে না রেল। সম্প্রতি এ কথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। রেলের দেওয়া তথ্য অনুসারে, ২০২০ সালের মার্চ মাসে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড় বন্ধ করেছিল রেল। কিন্তু তা আর চালু করা হবে না। রেল জানিয়েছে, ২০১৯-২০ সালে প্রবীণ নাগরিকদের ছাড় দেওয়ার জন্য রেলের ১ হাজার ৬৬৭ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
রেলওয়ে বিভিন্ন ধরণের ট্রেন পরিষেবা পরিচালনা করে যেমন গরীব রথ, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, গতিমান, তেজস, হামসফার, মেল/এক্সপ্রেস, সাধারণ যাত্রী ইত্যাদি। এছাড়াও, বিভিন্ন ক্যাটাগরির কোচ যেমন ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, এসি চেয়ার কার, স্লিপার ক্লাস, সেকেন্ড ক্লাস রিজার্ভড/অসংরক্ষিত ইত্যাদি বিভিন্ন ভাড়ায় প্রবীণ নাগরিক সহ যাত্রীদের ব্যবহারের জন্য উপলব্ধ রয়েছে, যেখানে আপনি আপনার পছন্দের ভাড়া বেছে নিন। । সেই অনুযায়ী ভ্রমণ করতে পারেন।
রেলওয়ে বয়স্কদের কি সুবিধা দিচ্ছে?
ট্রেনে ভ্রমণকারী প্রবীণ নাগরিকদের লোয়ার বার্থ প্রদান করা হয়। এর জন্য প্রবীণ নাগরিক ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা যাত্রীদের স্বয়ংক্রিয়ভাবে লোয়ার বার্থ বরাদ্দ করার নিয়ম করা হয়েছে। এছাড়া স্লিপার ক্লাসে প্রতি কোচে ছয় থেকে সাতটি লোয়ার বার্থের সম্মিলিত কোটা রাখা হচ্ছে। ৩ টিয়ারে (3AC) প্রতিটি কোচে চার থেকে পাঁচটি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে।
অন্যদিকে, বয়স্ক নাগরিক, 45 বছর বা তার বেশি বয়সী মহিলা যাত্রী এবং গর্ভবতী মহিলাদের জন্য AC 2 টায়ার (2 AC) শ্রেণীতে (ট্রেনে সেই শ্রেণীর কোচের সংখ্যার উপর নির্ভর করে) প্রতি কোচে তিন থেকে চারটি নিম্ন বার্থ। প্রতিবন্ধী যাত্রী (PWD), গর্ভবতী মহিলারা যাদের সিস্টেম দ্বারা উপরের, মধ্যম বার্থ বরাদ্দ করা হয়েছে, তাদের নীচের বার্থের বরাদ্দ দেওয়া হয় যা ট্রেনের টিকিট চেকিং কর্মীদের দ্বারা খালি করা হয়।