Bank holiday: নভেম্বর মাসে প্রায় অর্ধেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, ছুটির সম্পূর্ণ তালিকা দেখুন

Bank holiday list: অক্টোবর মাস থেকেই উৎসব শুরু। নভেম্বর মাসেও তার রেশ চলছে। ফলে অক্টোবরের মতো নভেম্বর মাসেও অনেকগুলি দিন ব্যাঙ্ক বন্ধ থাকে, তাই ব্যাঙ্কে কোনও কাজ থাকলে ছুটির তালিকা দেখেই বাড়ি থেকে বের হন।

Bank holiday: নভেম্বর মাসে প্রায় অর্ধেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, ছুটির সম্পূর্ণ তালিকা দেখুন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 6:10 AM

নয়া দিল্লি: অক্টোবর মাস থেকেই উৎসব শুরু। নভেম্বর মাসেও তার রেশ চলছে। ফলে অক্টোবরের মতো নভেম্বর মাসেও অনেকগুলি দিন ব্যাঙ্ক বন্ধ থাকে, তাই ব্যাঙ্কে কোনও কাজ থাকলে ছুটির তালিকা দেখেই বাড়ি থেকে বের হন। এটা যেন না হয় যে আপনি ব্যাঙ্কে পৌঁছবেন এবং সেখানে গিয়ে তালা ঝুলতে দেখবেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) দেশের ব্যাঙ্কগুলিকে নিয়ন্ত্রণ করে। তবে ব্যাঙ্কের ছুটি মূলত রাজ্যের উপর নির্ভর করে। তাই রাজ্য ভেদে ব্যাঙ্কের ছুটি (Bank holiday) আলাদা হয়। এখানে নভেম্বরে (November) ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা দেখুন।

নভেম্বর মাসে ব্যাঙ্ক ছুটি

নভেম্বর মাসে প্রায় অর্ধেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। মাসে চারটি রবিবার এবং প্রথম ও দ্বিতীয় শনিবার ছাড়া রাজ্যের ছুটি অনুসারে ব্যাঙ্কে একাধিক ছুটি রয়েছে। রাজ্য অনুযায়ী সম্পূর্ণ তালিকা দেখে নিন…

১ নভেম্বর- এই দিনটি কন্নড়দের রাজ্যোৎসব এবং করভা চৌথ। কর্ণাটক, মণিপুর এবং হিমাচল প্রদেশে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৫ নভেম্বর- এই দিনটি রবিবার। ১০ নভেম্বর- ওয়ানগালা উৎসবের কারণে এই দিনে মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১১ নভেম্বর- এই দিনটি মাসের দ্বিতীয় শনিবার। ১২ নভেম্বর- এই দিনটি রবিবার। দিওয়ালিও এই দিনে। ১৩ নভেম্বর- এই দিনটি দীপাবলি এবং গোবর্ধন পূজার ছুটি হবে। ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিম, মণিপুর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১৪ নভেম্বর- এই দিনটি বালি প্রতিপদ। এই দিনটি গুজরাট, কর্ণাটক, সিকিম এবং মহারাষ্ট্রে ব্যাঙ্ক ছুটির দিন। ১৫ নভেম্বর- ভাই দুজ ওরফে ভাইফোঁটা এবং চিত্রগুপ্ত জয়ন্তীর কারণে, সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে এই দিনে ব্যাঙ্ক ছুটি থাকবে। ১৯ নভেম্বর- এই দিনটি রবিবার। ২০ নভেম্বর- এদিন ছট পুজো। বিহারের পাশাপাশি রাজস্থানেও ছুটি থাকবে। ২৩ নভেম্বর- সেং কুটস্নেম এবং ইগাস বাগওয়ালের উত্সব পালিত হবে। এদিন উত্তরাখণ্ড ও সিকিমে ছুটি থাকবে। ২৫ নভেম্বর- এই দিনটি চতুর্থ শনিবার। ২৬ নভেম্বর – রবিবার ছুটি ২৭ নভেম্বর- গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা উৎসব পালিত হবে। এই দিনটি ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশে ছুটি থাকবে। ৩০ নভেম্বর- কনকদাস জয়ন্তী। এদিন কর্নাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।