এই প্রথম ‘মুদ্রার’ স্বাদ পেল ক্রিপ্টোকারেন্সি! বিনিয়োগ করলে জেনে নিন বাজার দর

Bitcoin : প্রায় ১০.১৯ শতাংশ কমেছে বিটকয়েনের দাম। আজকের দিনে ভারতীয় মুদ্রায় বিটকয়েনের বাজার দর ৩৪ লাখ ৭৮ হাজার ৮৪৬ টাকা।

এই প্রথম 'মুদ্রার' স্বাদ পেল ক্রিপ্টোকারেন্সি! বিনিয়োগ করলে জেনে নিন বাজার দর
ক্রিপ্টোকারেন্সি নিয়ে দ্রুত বিল আনতে পারে সরকার (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 6:35 PM

মুম্বই : ভারতে ক্রিপটোকারেন্সির বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। বিটকয়েন, ইথেরিয়ামের মতো ক্রিপটোকারেন্সিগুলিতে বিনিয়োগও করছেন অনেকে। লাভের মুখও দেখতে শুরু করেছেন অনেক বিনিয়োগকারী। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের শেষে ১ লাখ মার্কিন ডলার পর্যন্তও উঠে যেতে পারে বিটকয়েনের বাজারদর। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা পড়েছে বিটকয়েনের দাম। প্রায় ১০.১৯ শতাংশ কমেছে বিটকয়েনের দাম। আজকের দিনে ভারতীয় মুদ্রায় বিটকয়েনের বাজার দর ৩৪ লাখ ৭৮ হাজার ৮৪৬ টাকা।

বিশ্বব্যাপী ক্রিপটোকারেন্সি বাজারের মার্কেট ক্যাপও শেষ ২৪ ঘণ্টায় ১০.৭ শতাংশ কমেছে। প্রায় ২ লাখ ১১ হাজার কোটি ডলার কমেছে ক্রিপটোর সামগ্রিক বাজার। তবে সামগ্রিক বাজার মূল্য ৭২.৬২ শতাংশ বেড়েছে। যত সময় যাচ্ছে, ক্রিপটোকারেন্সি তত মূল স্রোতে আসতে শুরু করেছে। বিশ্বজুড়়ে অনেক সংস্থাই আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে ক্রিপটোকারেন্সিকে ব্যবহার করছে। গতকালই এল সালভাদর স্বাগত জানিয়েছে বিটকয়েনকে। এখন থেকে এল সালভাদরে সরকারি লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে বিটকয়েন।

দর কমেছে বিটকয়েনের

শেষ ২৪ ঘণ্টায় শুধুমাত্র যে বিটকয়েনের বাজারদর কমেছে, এমনটা নয়। ইথেরিয়াম, কারনাডো,বাইন্যান্স কয়েন, এক্সআরপি, ডগিকয়েন এবং পোলকাডটেরও বাজারদর কমেছে। সবথেকে বেশি দর কমেছে এক্সআরপির। প্রায় ১৬.৮৯ শতাংশ কমেছে এক্সআরপির দাম। ক্রিপটোর বাজারে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে বিটকয়েন। ১০ শতাংশ বাজারদর কমেও ধারেকাছে নেই কেউ। বিটকয়েনের এই মুহূর্তে মার্কেট ক্যাপ রয়েছে ৮৮ হাজার ৬২৫ কোটি ডলার। ক্রিপটোর বাজারের প্রায় ৪২ শতাংশ নিজের দখলে রেখেছে বিটকয়েন।

CryptoCurrency Market

কোন ক্রিপটোকারেন্সির বাজর দর কেমন যাচ্ছে?

বিটকয়েনের পরেই সবথেকে বেশি চর্চিত ক্রিপটোকারেন্সি হল ইথেরিয়াম। শেষ ২৪ ঘণ্টা ইথারেরও বাজারদর ১০.৪২ শতাংশ কমেছে। এই মুহূর্তে ক্রিপটোর মার্কেট ক্যাপ রয়েছে ৪১ হাজার ২৯৭ কোটি ডলার। বিটকয়েনের পর এটিই এখন সবথেকে দামী ক্রিপটোকারেন্সি। বাজারদর ১০ শতাংশ কমার পরেও আজকের দিনে দাঁড়িয়ে ইথারের মূল্য ২ লাখ ৫৯ হাজার ৪৭৫ টাকা।

বিটকয়েনের সামনে বড় পরীক্ষা

আগামী দিনগুলিতে বিটকয়েন সহ অন্যান্য ক্রিপটোগুলির দিকে নিষ্পলক নজর রাখছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে এল সালভাদর ক্রিপটোকে তাদের সরকারি লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করার পর থেকে ইতিহাসের সবথেকে বড় পরীক্ষার মুখে বিটকয়েন। সম্প্রতি সরকারিভাবে ঘোষণার আগে প্রায় দুই কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৪০০ টি বিটকয়েন কিনেছিল এল সালভাদর। আর এর পরই তড়তড়িয়ে বেড়ে বিটকয়েনের দর দাঁড়িয়েছিল ৫২ হাজার মার্কিন ডলারে। অর্থাৎষ ভারতীয় মুদ্রায় হিসেব করলে ৩৮ লাখ ৩০ হাজার টাকায়। কিন্তু তার কয়েকঘণ্টা পরেই হঠাৎ করেই ধস নামে বিটকয়েনে দরে। বাজার দর প্রায় দশ শতাংশ কমে ৪৭ হাজার ২২২ ডলারে এসে থামে। ভারতীয় মুদ্রায় হিসেব ৩৪ লাখ ৭৮ হাজার ৮৪৬ টাকা।

আরও পড়ুন : তড়তড়িয়ে বাড়ছে ক্রিপটোর বাজার, বছর শেষে বিটকয়েনের দর উঠতে পারে ৭০ লাখ