আধার কার্ড হারিয়ে ফেলেছেন? ফোন নম্বর ছাড়াই কীভাবে ডাউনলোড করবেন নতুন কার্ড, জেনে নিন
How to Download Aadhaar Card without Phone Number: দেশের নাগরিকদের কথা মাথায় রেখেই মোবাইল নম্বর ছাড়াও অতি সহজ কয়েকটি ধাপ অনুসরণ করেই আধার কার্ড ডাউনলোড করার ব্য়বস্থা করেছে কেন্দ্র।
নয়া দিল্লি: যে কোনও গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড (Aadhaar card) আবশ্যক। কিন্তু অনেকেরই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে না। তাই আধাকর কার্ড হারিয়ে গেলেই মাথায় বাজ পড়ে তাদের, ভাবেন এ বার কীভাবে নতুন করে আধার কার্ড বের করবেন, কারণ ফোন নম্বর ছাড়া আধার কার্ড বের করা তো অসম্ভব। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ইউআইডিএআই(UIDAI)-র ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর ছাড়াই সহজেই আধার কার্ড ডাউনলোড করা যায়।
দেশের নাগরিকদের কথা মাথায় রেখেই মোবাইল নম্বর ছাড়াও অতি সহজ কয়েকটি ধাপ অনুসরণ করেই আধার কার্ড ডাউনলোড করার ব্য়বস্থা করেছে কেন্দ্র। একইসঙ্গে যাদের স্মার্টফোন নেই, তারাও সহজেই এই আধার পরিষেবার সুবিধা নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বর রেজিস্ট্রার থাকতে হবে। আপনার রেজিস্ট্রার নম্বর থেকে একটি এসএমএসের মাধ্য়মেই নতুন আধার কার্ডের আবেদন করতে পারবেন।
মোবাইল নম্বর ছাড়া কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন, তার প্রতিটি ধাপ জেনে নিন-
১. প্রথমেই আপনাকে ইউআইডিএআই-র ওয়েবসাইটে যেতে হবে। https://uidai.gov.in/ -এই লিঙ্কে ক্লিক করলেই ওয়েবসাইটটি খুলে যাবে।
২. হোম পেজে “মাই আধার” (My Aadhaar) বলে একটি অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করুন।
৩. সেখানে “অর্ডার আধার রিপ্রিন্ট” অপশনে ক্লিক করুন।
৪. এ বার আপনাকে নিজের ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বরটি বসাতে হবে।
৫. এর পরের ধাপে সিকিউরিটি কোড বলে একটি অপশন দেখাবে। সেখানে উক্ত নম্বরটি বসান।
৬. সিকিউরিটি কোড দিলেই একটি অপশন আসবে “মাই মোবাইল নম্বর ইজ নট রেজিস্ট্রারড”। যদি আপনার আধার কার্ডের সঙ্গে নম্বর রেজিস্ট্রার না থাকে, তবে এই অপশনে ক্লিক করুন।
৭. ওই অপশনে ক্লিক করলেই ভিন্ন নম্বর দেওয়ার অপশন আসবে। এখানে আপনার অপর কোনও ফোন নম্বর বসান, যা আধার কার্ডের সঙ্গে রেজিস্ট্রার করা নেই।
৮. এবার “সেন্ড ওটিপি” অপশনে ক্লিক করুন।
৯. ওটিপির অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই টার্মস অ্যান্ড কন্ডিশন বলে একটি বক্স অপশন আসবে। সেই চেকবক্সে ক্লিক করুন।