Economy: অর্থনীতিতে উঠতে পারে বড় ‘ঝড়’, সতর্কবার্তা মার্কিন কোটিপতির
USA Economy: মার্কিন অর্থনীতিতে উঠতে পারে বড় ঝড়। ফেডারেল রিজার্ভ বাড়ার কারণে ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেদেশের অর্থনীতিতে।
গত মাসেই সুদের হার বাড়িয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। করোনা অতিমারির ক্ষতিকর প্রভাব পড়েছিল মার্কিন অর্থনীতিতেও। এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মার্কিন অর্থনীতি। কোভিড পরবর্তী সময়ে মূল্যবৃদ্ধি রেকর্ড ছুঁয়েছে। গত মার্চে সেখানে মূল্যবৃদ্ধি ছুঁয়েছিল ৮.৪ শতাংশ। গত ৪১ বছরে আমেরিকায় যা সর্বোচ্চ। আর এই মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে চড়চড়িয়ে সুদের হার বাড়িয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। তবে ফেডারেল রিজার্ভের এই সুদের হার বৃদ্ধিকেই মার্কিন অর্থনীতির জন্য ভয়াবহ মনে করছেন কোটিপতি রে ডালিও।
মার্কিন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা কোটিপতি বিনিয়োগকারী হলেন রে ডালিও। নিজের সংস্থাকে তিনি বিশ্বের অন্য়তম বৃহত্তম হেজ ফান্ড হিসেবে গড়ে তুলেছেন তিনি। তিনি বলেছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর ফলে বড়’ঝড়’ উঠতে পারে। তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে আমেরিকার অর্থনীতিতে। তিনি জানিয়েছেন, মহামারির সময়ে সরকার জনসাধারণের জন্য বিভিন্ন প্রোগ্রামের সূচনা করেছিল। এর ফলে জনগণের মঙ্গল হলেও দেশের অর্থনীতির জন্য তা একেবারেই ভাল হয়নি। ডালিও বলেছেন, আন্তর্জাতিক দ্বন্দ্বের পাশাপাশি একত্রিত সম্পত্তির ব্যবধান এবং পার্থক্যের কারণে মার্কিন জনসংখ্যার মধ্যে গার্হস্থ্য দ্বন্দ্বের ফলে অর্থনীতিতে এই ঝড় উঠতে পারে।
গ্রীনউইচ ইকোনমিক ফোরামে ডালিও বলেছেন, ‘সরকার ও ফেডেরাল রিজার্ভ যথেষ্ট ঋণ তৈরি করেছে। এবং তা ধীরে ধীরে বেড়ে এখন বিশালাকার ধারণ করেছে। এখন তারা এই বিশাল ঋণে লাগাম লাগানোর চেষ্টা করছে।’ ডেলিও বলেছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে থাকবে। এবং সেই কারণে মার্কিন অর্থনীতিতে বিশাল প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তিনি। ৪.৫ শতাংশের উপরে সুদের হার থাকলে অর্থনীতিতে ধস নামতে পারে। প্রসঙ্গত, এই বছর সেপ্টেম্বরের শেষে ফেডেরাল রিজার্ভ সুদের হার বাড়িয়ে ৩.০৮ শতাংশ করেছে। গত বছর জানুয়ারি মাসে সুদের হার ছিল ০.০৮ শতাংশ। জানুয়ারি থেকে বাড়তে বাড়তে ৩.০৮ শতাংশ ছুঁয়েছে সুদের হার। এবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে যদি ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়ায় তাহলে ভাঙতে পারে মার্কিন অর্থনীতির কোমর। সুদের হার ৪.৫ শতাংশ ছুঁলেই অর্থনীতি বিপদসীমায় চলে যেতে পারে মত ডালিওয়ের।