JIO যা দিচ্ছে তার ডবল দিচ্ছে BSNL!

BSNL Recharge: রিলায়েন্স জিয়ো, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া- কমবেশি সবকটি টেলিকম সংস্থাই একধাক্কায় অনেকটা রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। সেখানেই ব্যতিক্রম বিএসএনএল। সরকারি এই টেলিকম সংস্থা এক টাকাও দাম বাড়ায়নি।

JIO যা দিচ্ছে তার ডবল দিচ্ছে BSNL!
প্রতীকী চিত্রImage Credit source: X
Follow Us:
| Updated on: Aug 31, 2024 | 3:35 PM

কলকাতা: রিচার্জের দাম বাড়তেই নাস্তানাবুদ সাধারণ মধ্যবিত্ত মানুষ। মাসে রিচার্জের খরচ জোগাতেই মাথার ঘাম পায়ে পড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই বিকল্প হিসাবে বেছে নিয়েছেন বিএসএনএল। এবার ধামাকা রিচার্জ প্ল্যান আনল বিএসএনএল, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে বলে বলে গোল দেবে।

সম্প্রতিই রিচার্জ ট্যারিফ বাড়িয়েছে টেলিকম সংস্থাগুলি। রিলায়েন্স জিয়ো, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া- কমবেশি সবকটি টেলিকম সংস্থাই একধাক্কায় অনেকটা রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। সেখানেই ব্যতিক্রম বিএসএনএল। সরকারি এই টেলিকম সংস্থা এক টাকাও দাম বাড়ায়নি।

বিএসএনএলের একাধিক সস্তার প্ল্যান রয়েছে, এর মধ্যে অন্যতম একটি হল ১৬০ দিনের রিচার্জ প্ল্যান, যার দাম ৯৯৭ টাকা।

কী কী পরিষেবা পাবেন?

এই প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস ও ফ্রি কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি অতিরিক্ত ৩২০ জিবি ডেটাও পাবেন।

প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির সঙ্গে যদি তুলনায় করা হয়, তবে জিয়ো-র একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যার দাম ৯৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস ও ফ্রি কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

দুই প্ল্যানের দামের পার্থক্য মাত্র ২ টাকা। তবে আসল তফাত হল প্ল্যানের বৈধতায়। জিয়ো-তে যেখানে ৯৯৯টাকার রিচার্জের বৈধতা ৯৮ দিন, সেখানেই ৯৯৭ টাকার রিচার্জে ১৬০ দিনের বৈধতা পাওয়া যায়। জিয়ো-র তুলনায় বিএসএনএল ১২৪ জিবি বেশি ডেটাও দেয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)