Bankruptcy: ভারতকে খোঁচানোর ফল, দেউলিয়া হয়ে যাচ্ছে ট্রুডোর কানাডা

India-Canada Conflict: বিশ্বজুড়েই আর্থিক মন্দা চলছে। আমেরিকা, জাপানের মতো দেশও এই মন্দার কোপ থেকে বাঁচেনি। কিন্তু এই মন্দার মধ্যে চরম বিপদে পড়েছে কানাডা। গত বছরের শুরু থেকেই কানাডায় দেউলিয়া হয়ে যাওয়া ফাইলিং প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে দেউলিয়া ঘোষণার জন্য আবেদনকারী কোম্পানির সংখ্যা ১৩ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

Bankruptcy: ভারতকে খোঁচানোর ফল, দেউলিয়া হয়ে যাচ্ছে ট্রুডোর কানাডা
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 21, 2024 | 10:27 AM

ওটায়া: ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল। চরম মাশুল চোকাতে হচ্ছে কানাডাকে। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারতের হাত রয়েছে, গত বছরই এই অভিযোগ তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ শুরু হয়। সেই বিবাদের প্রভাব এবার বাণিজ্যেও পড়ল। ভারতের সঙ্গে ঝামেলা পাকাতেই কানাডার প্রায় এক হাজার কোম্পানি মন্দার কোপে পড়ল। জানা গিয়েছে, শুধু জানুয়ারি মাসেই কানাডার ৮০০টি কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে।

বিশ্বজুড়েই আর্থিক মন্দা চলছে। আমেরিকা, জাপানের মতো দেশও এই মন্দার কোপ থেকে বাঁচেনি। কিন্তু এই মন্দার মধ্যে চরম বিপদে পড়েছে কানাডা। গত বছরের শুরু থেকেই কানাডায় দেউলিয়া হয়ে যাওয়া ফাইলিং প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে দেউলিয়া ঘোষণার জন্য আবেদনকারী কোম্পানির সংখ্যা ১৩ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

কী ঘটেছে?

করোনার সময়ে বিভিন্ন কোম্পানিকে ৪৫ হাজার ডলারের সুদ-মুক্ত ঋণ দেওয়া হয়েছিল। এই ঋণ পরিশোধের সময়সীমা শেষ হয়েছে জানুয়ারিতে। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও সেই ঋণ মেটাতে পারছে না সংস্থাগুলি। এতটাই খারাপ অবস্থা যে তারা নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে। কানাডার জিডিপির প্রায় ৩৩ শতাংশ নির্ভর করে এই ছোট কোম্পানিগুলির উপরে। কানাডা সরকারের পরিসংখ্যান অনুসারে, দেশের অর্থনীতি শক্তিশালী রয়েছে। কিন্তু ছোট কোম্পানি এবং অনেক ভোক্তা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। কানাডা বর্তমানে মন্দার কবল থেকে রক্ষা পেলেও, জানুয়ারিতে যেভাবে একের পর এক ৮০০ কোম্পানি দেউলিয়া হওয়ার আবেদন করেছে, তাতে আবারও মন্দার আশঙ্কা মাথা চাড়া দিতে শুরু করেছে।

ভারতের সঙ্গে বিরোধের মাশুল?

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছরই হঠাৎ ভারতের সঙ্গে বিরোধিতা করতে শুরু করেন। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার জন্য ভারতকে দায়ী করেছিলেন, যার পরে দুই দেশের মধ্যে উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি পেয়েছিল। দুই দেশ একে অপরের রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছে। ভারত কানাডার ভিসা বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছে। এর জেরেও চরম সমস্যায় পড়েছে কানাডার ছোট-বড় কোম্পানিগুলি।

 মন্দার কবলে এই দেশগুলি-

বর্তমানে ব্রিটেন সহ বিশ্বের আটটি দেশ মন্দার গেড়োয় আটকে। ব্রিটেন ছাড়াও এর মধ্যে রয়েছে ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, মলদোভা, পেরু এবং আয়ারল্যান্ড। মজার বিষয় হল, এর মধ্যে ছয়টি দেশই ইউরোপের। এই তালিকায় আফ্রিকা ও উত্তর আমেরিকার কোনও দেশ নেই। মন্দা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে জাপান। চিনের পরিস্থিতিও ক্রমাগত খারাপ হচ্ছে। আমেরিকার ঋণও ক্রমাগত বাড়ছে।