Petrol-Diesel Prices: ভোট মিটলেই এই রাজ্যে ৭৫ টাকায় মিলবে পেট্রোল?
Petrol-Diesel Prices: সম্প্রতি প্রায় দুই বছর পর সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা কমানোর ঘোষণা করেছে দেশের পেট্রোলিয়াম কোম্পানিগুলি। এরপর চেন্নাই সহ দেশের সব মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে।
নয়া দিল্লি: বেজেছে ভোটের দামামা। সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে দেশে। ইতিমধ্যেই সব দলই তাঁদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে শুরু করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ ভারত সফর করে দলের অবস্থান শক্ত করতে ব্যস্ত। এরইমধ্যে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তাদের ইস্তেহারে এমন ঘোষণা করেছে যাতে চমক লাগতে পারে যে কারও।
ডিএমকে তাদের ইস্তেহারে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বড় ঘোষণা সামনে এনেছে। ডিএমকে বলছে তাদের দল যদি বেশি আসন পায় তবে তামিলনাড়ুতে পেট্রোল এবং ডিজেলের দাম এমন জায়গায় নিয়ে যাবে যা কেউ কল্পনাও করতে পারবে না। ডিএমকে বলছে পেট্রোলের নতুন দাম হবে ৭৫ টাকা। ডিজেলের দাম হবে ৬৫ টাকা। এটি এমন একটি ঘোষণা যা যে কাউকে চমকে দিতে পারে। তা নিয়েই শুরু হয়ে গিয়েছে শোরগোল। অর্থাৎ রাজ্যে লোকসভার ফলাফল তাদের পক্ষে গেলে পেট্রোলের দাম প্রতি লিটারে ২৫ টাকারও বেশি সস্তা হয়ে যাবে। ডিজেলের দাম ২৭ টাকার বেশি কমবে। বর্তমানে, দেশের অন্যতম বৃহত্তম মেট্রো তথা তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৭৫ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৩৪ টাকা।
সম্প্রতি প্রায় দুই বছর পর সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা কমানোর ঘোষণা করেছে দেশের পেট্রোলিয়াম কোম্পানিগুলি। এরপর চেন্নাই সহ দেশের সব মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে। এর আগে, পেট্রোলিয়াম সংস্থাগুলি ২০২২ সালের এপ্রিল মাসে পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন করেছিল। এর পর মে মাসে পেট্রোল ও ডিজেলের দামের ওপর কর কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার।
ভোটের মুখে গোটা দেশে রান্নার গ্যাসের দাম কমেছে ১০০ টাকা। তামিলনাড়ুর ডিএমকেও তাদের ইস্তেহারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোরও ঘোষণা করেছে। দলের ইস্তেহার বলছে, ভোটে ভাল ফল হলে প্রতিটা পরিবারকে ৫০০ টাকায় একটি গ্যাসে সিলিন্ডার দেওয়া হবে। বর্তমানে, চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম ৮১৮.৫০ টাকা। সেটাই কমে ৫০০ টাকায় এসে যাবে। অর্থাৎ দাম কমবে প্রায় ৩১৮ টাকা।