Currency with the public: নোটবন্দির সময় থেকে বাজারে নগদ বেড়েছে ৭১ শতাংশের বেশি

Currency with the public: নোটবন্দি বা বিমুদ্রাকরণের পর ছয় বছর কেটে গিয়েছে। কিন্তু, তারপরও দেশে নগদ অর্থের ব্যবহার ক্রমে আরও শক্তিশালি হচ্ছে।

Currency with the public: নোটবন্দির সময় থেকে বাজারে নগদ বেড়েছে ৭১ শতাংশের বেশি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 10:57 PM

নয়া দিল্লি: নোটবন্দী বা বিমুদ্রাকরণের পর ছয় বছর কেটে গিয়েছে। কিন্তু, তারপরও দেশে নগদ অর্থের ব্যবহার ক্রমে আরও শক্তিশালি হচ্ছে। আরবিআই-এর প্রকাশিত অর্থ সরবরাহের পাক্ষিক তথ্য অনুসারে ২১ অক্টোবর পর্যন্ত ভারতীয় নাগরিকদের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৮৮ লক্ষ কোটি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিল করার সময়ে, ভারতীয় বাজারে যে নগদ অর্থ চালু ছিল তার তুলনায় প্রায় ৭১.৮৪ শতাংশ বেশি।

২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ এবং ১০০০ টাকার মুদ্রা নোট বাতিল করার ঘোষণা করেছিলেন। এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য ছিল, অর্থনীতিতে দুর্নীতি ও কালো টাকার ভাগ কমানো। সেই সঙ্গে, ভারতীয় অর্থনীতিতে নগদের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছিল। আরবিআই-এর তথ্য বলছে, ২০১৬ সালের ৪ নভেম্বর বাজারে ১৭.৭ লক্ষ কোটি টাকার নগদ মুদ্রা প্রচলিত ছিল। অর্থাৎ, সেই সময়ের তুলনায় বর্তমানে ভারতের জনসাধারণের লেনদেন, পণ্য ও পরিষেবা কেনাকাটার জন্য ব্যবহৃত ৭১.৮৪ শতাংশ বেশি নোট এবং কয়েন ব্যবহার করেন।

বিমুদ্রাকরণের পর থেকে ডিজিটাল লেনদেনের বিভিন্ন নতুন এবং সুবিধাজনক বিকল্প জনপ্রিয় হয়েছে। কোভিড-১৯ মহামারির সময়ে যোগাযোগবিহীন লেনদেনের প্রবণতা আরও বেড়েছিল। কিন্তু, এত কিছুর পরও, অর্থনীতিতে নগদের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালে আরবিআই ডিজিটাল লেনদেন নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। তারা সেই সময় বলেছিল, সাম্প্রতিক কয়েক বছরে যদিও ডিজিটাল লেনদেনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর্থিক মূল্য এবং লেনদেনের পরিমাণ – দুই দিক থেকেই ডিজিটাল লেনদেন আয়তনে বাড়ছে। কিন্তু, একই সময়ে, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে, জিডিপি সঙ্গে নগদ মুদ্রার প্রচলনের অনুপাতও বৃদ্ধি পেয়েছে।

অর্থাৎ, সময়ের সঙ্গে সঙ্গে জিডিপির সঙ্গে ডিজিটাল অর্থপ্রদানের অনুপাত বৃদ্ধি মানেই, জিডিপির সঙ্গে নগদের লেনদেনের অনুপাত কমা, তা নয়। আরবিআই আরও বলেছিল, নোটবন্দির পর, ভারত ডিজিটাল লেনদেনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। তবে, ভারতে জিডিপির সঙ্গে ডিজিটাল লেনদেনের অনুপাত বরাবরই কম ছিল।