Government Bank FD Schemes: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে FD-তে ৭ শতাংশ পর্যন্ত মিলবে সুদ, দেখে নিন বিস্তারিত
Government Bank FD Schemes: কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের FD-তে সুদের হারে ৭ শতাংশ পর্যন্ত মিলবে সুদ। ৫৯৯ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
দীর্ঘ মেয়াদে নিজের আমানতের পরিমাণ বাড়ানোর ভাল মাধ্যম হল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজ়িট (Fixed Deposits)। ব্যাঙ্কের FD তে বিনিয়োগ করে নিরাপদে ভাল রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। এবং আরবিআই-র তরফে দফায় দফায় একাধিকবার রেপো রেট বাড়ানোর পর সুদের হার বাড়িয়েছে সরকারি ও বেসরকারি উভয় ব্যাঙ্কই। এই আবহে বেশ কিছু ব্যাঙ্ক স্থায়ী আমানতে ৭ শতাংশের উপর সুদ দিচ্ছে।
যদি আপনি এইসব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে FD তে খুলতে চান একবার সুদের হারে চোখ বুলিয়ে নিন:
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Union Bank of India) :
৫৯৯ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া। স্থায়ী আমানতের বিভিন্ন মেয়াদে সুদের হার ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ। ২ কোটি টাকার নীচে স্থায়ী আমানতের উপর এই হার প্রযোজ্য।
ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank of India) :
ব্যাঙ্ক অব ইন্ডিয়া বিশেষ FD স্কিম ‘স্টার সুপার ট্রিপল ফিক্সড ডিপোজ়িট’ দিচ্ছে। এই স্কিমের আওতায় ৭৭৭ দিনের FD-তে প্রবীণ নাগরিকদের ৭.২৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক।
কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) :
৬৬৬ দিনের জন্য কানাড়া ব্যাঙ্কের বিশেষ FD প্ল্যান রয়েছে। সাধারণ নাগরিকরা এই স্কিমের আওতায় FD-তে ৭ শতাংশ সুদ পেতে পারেন। যেখানে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৫ শতাংশ সুদ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) :
২৬ অক্টোবর মেয়াদী আমানতে সুদের হার বাড়িয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২ কোটি টাকার নীচে ৬০০ দিনের FD-তে ৭ শতাংশ সুদের হার দিচ্ছে এই ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট বেশি হারে ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে PNB।