ChatGPT-র প্রতিষ্ঠাতাই খোয়ালেন চাকরি! ইস্তফা সহ-প্রতিষ্ঠাতারও

OpenAI: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড্রপআউট মাত্র ১৯ বছর বয়সে লুপ্ট নামক একটি মোবাইল অ্য়াপ্লিকেশন তৈরি করেন। এটি ছিল লোকেশন বেসড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এরপরে ২০১৪ সাল অবধি তিনি রেডিটের সিইও ছিলেন। ২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করার পর স্যাম অল্টম্যানই চ্যাটজিপিটির মুখ ছিলেন। 

ChatGPT-র প্রতিষ্ঠাতাই খোয়ালেন চাকরি! ইস্তফা সহ-প্রতিষ্ঠাতারও
চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যান।Image Credit source: Reuters
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 1:08 PM

ওয়াশিংটন: চ্যাটজিপিটি আসার পরই জোর জল্পনা শুরু হয়েছিল যে এবার চাকরি খোয়াবেন সাধারণ মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তাই কেড়ে নেবে মানুষের চাকরি। সেই জল্পনা-আশঙ্কার মাঝেই এবার চাকরি গেল সংস্থার সিইও স্যাম অল্টম্যানের (Sam Altman)। শুক্রবার ওপেনএআই (OpenAI) সংস্থার তরফে সিইও স্যাম অল্টম্যানকে বিতাড়িত করা হল। সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁর দক্ষতার উপরে সংস্থার আর ভরসা নেই।

২০২২ সালে চ্যাটজিপিটি মুক্তি পাওয়ার পরই টেক জগতে বিখ্যাত হয়ে যান স্যাম অল্টম্যান (৩৮)। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড্রপআউট মাত্র ১৯ বছর বয়সে লুপ্ট নামক একটি মোবাইল অ্য়াপ্লিকেশন তৈরি করেন। এটি ছিল লোকেশন বেসড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এরপরে ২০১৪ সাল অবধি তিনি রেডিটের সিইও ছিলেন। ২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করার পর স্যাম অল্টম্যানই চ্যাটজিপিটির মুখ ছিলেন।

ওপেনএআই- সংস্থার বোর্ডের তরফে জানানো হয়েছে, একাধিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত, অল্টম্যান তার বক্তব্যে কখনওই স্থির ছিলেন না। এর প্রভাব পড়ছিল তাঁর কাজ ও দায়িত্বে।

এদিকে, অল্টম্যানকে সংস্থা থেকে বিতাড়িত করার পরই ওপেনএআই-র সহ প্রতিষ্ঠাতা তথা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানও সংস্থা থেকে রিজাইন করেছেন।  তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “আমি খুব গর্বিত যে ৮ বছর আগে আমার অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে আমরা একসঙ্গে যা তৈরি করেছি। আমরা একসঙ্গে অনেক কঠিন ও ভাল সময় কাটিয়েছি। হাজারো কারণ যার কারণে এই সাফল্য অর্জন অসম্ভব ছিল, তারপরও আমরা এত কিছু অর্জন করেছি। কিন্তু আজকের খবরের পর আমি ইস্তফা ঘোষণা করছি।”

অল্টম্যানকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার পর আপাতত মীরা মূর্তিকে সংস্থার অভ্যন্তরীণ সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে।