Health Insurance: স্বাস্থ্যবিমা করাচ্ছেন? এই ৫ টিপস মানলে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না…
Health Insurance Tips: আধুনিক যুগে বেড়েছে রোগের বহরও। তাই বর্তমান সময়ে স্বাস্থ্যবিমা (Health Insurance) থাকা অত্য়ন্ত জরুরি। স্বাস্থ্যবিমা করাবেন ভাবছেন? বাজারে এখন হাজারটা পলিসি বা বিমা রয়েছে। এর মধ্যে আপনার জন্য সেরা বিমা কোনটা, তা বেছে নেওয়া খুব কঠিন। একেকজনের শারীরিক অবস্থা, আর্থিক সঙ্গতি একেক রকমের। তাই বিমার ধরনও আলাদা হয়।
কলকাতা: সময় যত এগোচ্ছে, আধুনিক হচ্ছি আমরাও। আর আধুনিক যুগে বেড়েছে রোগের বহরও। তাই বর্তমান সময়ে স্বাস্থ্যবিমা (Health Insurance) থাকা অত্য়ন্ত জরুরি। স্বাস্থ্যবিমা করাবেন ভাবছেন? বাজারে এখন হাজারটা পলিসি বা বিমা রয়েছে। এর মধ্যে আপনার জন্য সেরা বিমা কোনটা, তা বেছে নেওয়া খুব কঠিন। একেকজনের শারীরিক অবস্থা, আর্থিক সঙ্গতি একেক রকমের। তাই বিমার ধরনও আলাদা হয়। তবে যেকোনও স্বাস্থ্যবিমা করানোর ক্ষেত্রে কিছু বিষয়ে নজর রাখা প্রয়োজন। নিজের জন্য সেরা স্বাস্থ্যবিমা বেছে নেওয়ার ক্ষেত্রে এই ৫টি টিপস মাথায় রাখুন-
১. একাধিক রোগের কভারেজ-
এমন স্বাস্থ্য বিমা বেছে নিন, যা শুধুমাত্র একটি রোগেরই কভারেজ দেয় না। একাধিক রোগের চিকিৎসার সুযোগ মেলে ওই বিমায়। কোনও বিমা করানোর আগে সেই বিমার অধীনে কী কী রোগের কভারেজ পাওয়া যাবে, তা ভালভাবে বুঝে নিন যাতে ভবিষ্যতে কোনও সমস্যার মুখে পড়তে না হয়।
২. পরিবারের কভারেজ-
পুরো পরিবারের কভারেজ পাওয়া যায়, এমন স্বাস্থ্য বিমা বেছে নিন। পরিবারের সব সদস্যদের জন্য এককভাবে পলিসি করানোর থেকে ফ্যামিলি ইন্সুরেন্স করানো শ্রেয়। এতে প্রিমিয়ামের খরচ যেমন কমে, তেমনই চিকিৎসার ক্ষেত্রেও ঝক্কি কম হয়।
৩. বেশি টাকার কভারেজ-
বেশি টাকার স্বাস্থ্য বিমা বেছে নিন। যখন স্বাস্থ্যবিমা করাবেন, তখন দেখে নিন তাতে কত টাকার কভারেজ পাওয়া যাবে। বর্তমান সময়ে যেভাবে রোগের বহর বাড়ছে এবং চিকিৎসা খরচবহুল হয়ে উঠছে, তাতে বেশি অঙ্কের কভারেজ পাওয়া যায়, এমন বিমাই করানো উচিত।
৪. সম্পূর্ণ চিকিৎসার কভারেজ-
সম্পূর্ণ চিকিৎসার কভারেজ পাওয়া যায়, এমন বিমা বেছে নিন। যখনই বিমা করাবেন, তখন অবশ্যই যাচাই করে নেওয়া উচিত যে চিকিৎসার পুরো খরচেরই কভারেজ পাওয়া যাচ্ছে কিনা। অনেক বিমাতেই চিকিৎসায় ব্যবহৃত গ্লাভস, মাস্ক থেকে শুরু করে বেশ কিছু ওষুধের কভারেজ পাওয়া যায় না।
৫. একাধিক দিনের কভারেজ-
একাধিক দিনের কভারেজ পাওয়া যায়, এমন বিমা বেছে নিন। এটিও বিমার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কতদিনের জন্য অসুস্থ হবেন, তা বলা যায় না। সেই কারণে এমন বিমা বেছে নিন, যাতে এক্সটেন্ডেড কভারেজ বা আনলিমিটেড ডে- কভারেজ পাওয়া যায়।