দিনে দিনে বাড়ছে OLA কর্তার AI সংস্থা, পার ১০০ কোটি ডলারের গণ্ডি

এই খবর নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন ভাবিশ। তিনি লিখেছেন, “ভারতের নিজের এআই সংস্থা এআই কম্পিউটিং স্ট্যাক গড়তে নিয়োজিত। আজ আমি ঘোষণা করছি ওই সংস্থা প্রথম দফার ফান্ডিং সফল ভাবে শেষ করেছে। এর মূল্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।”

দিনে দিনে বাড়ছে OLA কর্তার AI সংস্থা, পার ১০০ কোটি ডলারের গণ্ডি
ওলা কর্তা
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 9:45 AM

নয়াদিল্লি: আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এ রকম সংস্থার প্রতিষ্ঠা করেছেন ভাবিশ আগরওয়াল। ভাবিশ হলেন ক্যাব বুকিং সংস্থা ওলার কর্ণাধার। তাঁর প্রতিষ্ঠা করা এআই সংস্থা দেশের প্রথম এআই স্টার্ট আপ সংস্থা। ‘কৃত্রিম’ নামের সেই স্টার্ট আপ সংস্থা পৌঁছে গিয়েছে ১০০ কোটি ডলারের ঘরে।

এই খবর নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন ভাবিশ। তিনি লিখেছেন, “ভারতের নিজের এআই সংস্থা এআই কম্পিউটিং স্ট্যাক গড়তে নিয়োজিত। আজ আমি ঘোষণা করছি ওই সংস্থা প্রথম দফার ফান্ডিং সফল ভাবে শেষ করেছে। এর মূল্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।”

‘কৃত্রিম’ দেশের প্রথম ইউনিকর্ন এআই সংস্থা। ভারতের এআই প্রেক্ষাপটে বিপুল পরিবর্তন আনার স্বপ্ন দেখছেন ভাবিশ। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে কাজ করছে ভাবিশের সংস্থা। দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এআই অ্যাপ্লিকেশন এনেছে। ব্যাঙ্গালোর এবং সান ফ্রান্সিসকোর অনেক বিজ্ঞানীও যোগ দিয়েছে ‘কৃত্রিমে’। আগামী দিনে ভারতের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ক্ষেত্রে ওলা কর্তার সংস্থা কী অবদান রাখে সে দিকে নজর রয়েছে শিল্প মহলের।