World’s Richest Person: ২০,০০০,৭০০ কোটি ডলার! ইলন মাস্ককে পিছনে ফেলে বিশ্বে সবথেকে ধনী ব্যক্তি হলেন ইনি
Bernard Arnault: একদিকে যেখানে শুক্রবার এলভিএমএইচ-র শেয়ার দর ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানেই টেসলার শেয়ার দরে পতন হয়েছে ১৩ শতাংশ। আর্নল্টের সম্পত্তি একদিনেই বৃদ্ধি পেয়েছে ২৩.৬ বিলিয়ন ডলার। উল্টোদিকে ১৮ বিলিয়ন বা ১৮০ কোটি ডলার খুইয়েছেন মাস্ক।
ওয়াশিংটন: পদচ্যুত ইলন মাস্ক। বিশ্বের ধনীতম ব্যক্তি আর রইলেন না টেসলা কর্তা। তাঁকে টপকে বিশ্বের ধনীতম ব্য়ক্তি হয়ে গেলেন ফরাসি টাইকুন বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের বিলিওনিয়ার তালিকায় প্রথমেই উঠে এসেছে আর্নল্টের নাম। তিনি আর কেউ নন, ডিওর, টিফিনি অ্যান্ড কোং, মার্ক জেকব, ফেন্ডির মতো বিশ্বের একাধিক লাক্সারি ব্রান্ডের মালিক।
ফোর্বসের তালিকা অনুযায়ী, শুক্রবার আর্নল্টের মোট সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ২০৭.৮ বিলিয়ন বা ২০ হাজার ৭০০ কোটি ডলারে। দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ ২০ হাজার ৪০০ কোটি ডলার।
একদিকে যেখানে শুক্রবার এলভিএমএইচ-র শেয়ার দর ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানেই টেসলার শেয়ার দরে পতন হয়েছে ১৩ শতাংশ। আর্নল্টের সম্পত্তি একদিনেই বৃদ্ধি পেয়েছে ২৩.৬ বিলিয়ন ডলার। উল্টোদিকে ১৮ বিলিয়ন বা ১৮০ কোটি ডলার খুইয়েছেন মাস্ক। তাতেই ইলন মাস্ককে পিছনে ফেলে দিয়েছেন আর্নল্ট। বর্তমানে এলভিএমএইচের বাজারমূল্য ৩৮৮.৮ বিলিয়ন ডলার। টেসলার বাজারমূল্য ৫৮৬.১৪ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, এলভিএমএইচের সিইও আর্নল্ট বিগত চার দশক ধরে লাক্সারি ব্রান্ডের সাম্রাজ্য তৈরি করেছেন। তাঁর সংস্থার অধীনে রয়েছে লুই ভিটন, ট্যাগ, ডোম পেরিনন, ফেন্ডি, ডিওর, টিফিন অ্যন্ড কোং, মার্ক জেকব, ফেন্ডি, ,সেলিনের মতো লাক্সারি ব্রান্ড। গত এপ্রিলেই এলভিএমএইচ প্রথম ইউরোপীয়ান কোম্পানি হয়ে উঠেছিল, যার মার্কেট ভ্যালু বা বাজার মূল্য ৫০০ বিলিয়ন ডলার পার করেছে।