Cyber Fraud: অ্যাকাউন্টে হঠাৎ ঢুকল ২৫০০০ টাকা! দেখেই ক্লিক…এরপর কী হবে জানেন?
Cyber Fraud: এক নজরে দেখে ভাবছেন যে আপনাকে আবার কে টাকা পাঠাল? কোথা থেকেই বা এই টাকা এল- তা দেখতে মেসেজের সঙ্গেই থাকা লিঙ্কেও ক্লিক করছেন। আর এতেই সাড়ে সর্বনাশ! দেখবেন কিছুক্ষণের মধ্য়েই ফাঁকা হয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
নয়া দিল্লি: মোবাইলে একটা মেসেজ, তাতে লেখা, “VPA XXXX9082 (UPI রেফ নং 41356463189) এর সঙ্গে যুক্ত a/c-এ ২৫০০০ টাকা ক্রেডিট হয়েছে”। এক নজরে দেখে ভাবছেন যে আপনাকে আবার কে টাকা পাঠাল? কোথা থেকেই বা এই টাকা এল- তা দেখতে মেসেজের সঙ্গেই থাকা লিঙ্কেও ক্লিক করছেন। আর এতেই সাড়ে সর্বনাশ! দেখবেন কিছুক্ষণের মধ্য়েই ফাঁকা হয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। টাকা উধাও হয়ে যাওয়ার মেসেজও পাবেন না। বর্তমানে এটাই অনলাইনে প্রতারণার সবথেকে জনপ্রিয় পদ্ধতি। টাকার টোপ দিয়েই লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন।
সাইবার বিশেষজ্ঞরা ক্রমবর্ধমান এই প্রতারণা নিয়েই সতর্ক করেছেন। বহু সাধারণ মানুষই এই প্রতারণার শিকার হচ্ছেন যেখানে তাদের নম্বরে ব্যাঙ্কের নাম উল্লেখ করে একটি ভুয়ো টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে। মেসেজের সঙ্গে একটি লিঙ্কও থাকছে, যা ক্লিক করলেই অ্যাকাউন্টে থাকা টাকা উধাও হয়ে যাচ্ছে।
এই ধরনের সাইবার প্রতারণাকে ‘ফিশিং’ বলে। আপনার মোবাইলেও যদি এই ধরনের মেসেজ আসে, তবে খুব সতর্ক হন, কারণ প্রতারকদের নিশানা আপনিই।
কীভাবে বুনছে প্রতারণার জাল?
সাইবার প্রতারকরা মোবাইলে যে টেক্সট মেসেজ পাঠায়, তা ঠিক ব্যাঙ্কের পাঠানো মেসেজের মতো। এক নজরে হঠাৎ মেসেজটি পড়লে বুঝতেও পারবেন না এটি নকল মেসেজ। বিশ্বাস করবেন যে কেউ সত্যিই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। এর পরে, আপনি যদি ব্যাঙ্কের অফিসিয়াল অ্যাপে গিয়ে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেন, তখন দেখবেন জিরো ব্যালেন্স। সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের মেসেজ এলে, তাতে দেওয়া কোনও লিঙ্কে ক্লিক করা উচিত নয়।
এক্ষেত্রে মনে রাখা দরকার, ব্যাঙ্ক কখনই ব্যক্তিগত কোনও মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠায় না।