Disney Layoff: হাসি-মজার দিন শেষ, ডিজনিতেও নেমে এল মন্দার কোপ! রাতারাতি চাকরি খোয়াবেন ৭০০০ কর্মী
Disney Layoff:ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এই সংস্থার নিজস্ব একটি স্ট্রিমিং সার্ভিসও রয়েছে। তবে গত বছর থেকেই এই পরিষেবার গ্রাহক সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে।
সান ফ্রান্সিসকো: ফের কর্মী ছাঁটাইয়ের (Layoff) ঘোষণা। রাতারাতি চাকরি হারাতে চলেছেন ৭ হাজার কর্মী। একের পর এক বড় বড় সংস্থায় চলছে কর্মী ছাঁটাই। এবার সেই তালিকায় নাম লেখালো এন্টারটেনমেন্ট জায়েন্ট সংস্থা ডিজনি (Disney)। সংস্থার সিইও বব ইগের জানালেন, ৭ হাজার কর্মী চাকরি খোয়াতে চলেছেন। যেভাবে একাধিক মার্কিন তথা আন্তর্জাতিক সংস্থাগুলি হাজার হাজার কর্মী ছাঁটাই করছে, একই পথে এবার হাঁটল ডিজনিও। করোনাকালে যে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছিল, তাই-ই এখন ছাঁটাই করা হচ্ছে।
শেষ অর্থবর্ষের আয়ের হিসাব দিয়ে ডিজনির সিইও বব ইগের বলেন, “আমি খুব সহজে এই সিদ্ধান্ত নিইনি। আমি বিশ্বজুড়ে সমস্ত কর্মীদের কঠোর পরিশ্রম ও দক্ষতাকে অপরীসীম শ্রদ্ধা করি”। ২০২১ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ডিজনিতে বিশ্বজুড়ে মোট ১ লক্ষ ৯০ হাজার কর্মী ছিল। এরমধ্যে ৮০ শতাংশ কর্মীই স্থায়ী কর্মী ছিলেন। সেই কর্মী সংখ্যাই এবার কমানো হচ্ছে। আপাতত ৭ হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে। কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হলেও, কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এই সংস্থার নিজস্ব একটি স্ট্রিমিং সার্ভিসও রয়েছে। তবে গত বছর থেকেই এই পরিষেবার গ্রাহক সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে। নেটফ্লিক্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাসের গত বছর গ্রাহক সংখ্যা ছিল ১৬৮.১ মিলিয়ন বা ১৬ কোটি ৮০ লক্ষেরও বেশি। গত ৩১ ডিসেম্বরই সেই গ্রাহক সংখ্যা ১ শতাংশ কমে যায় বিগত তিন মাসের তুলনায়। তবে লাভের দিক থেকে ডিজনির অবস্থান এখনও ভালই। গত তিন মাসে ডিজনি গ্রুপের আয় হয়েছে ২৩.৫ বিলিয়ন ডলার, যা প্রত্যাশার তুলনায় ভাল।
মনে করা হচ্ছে, সংস্থার খরচ কমাতে ও ডিজনি প্লাসের সাবস্ক্রাইবার কমে যাওয়ার কারণেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার সিইও বব ইগের জানিয়েছেন, ডিজনি ৫.৫ বিলিয়ন ডলার সঞ্চয়ের লক্ষ্য রেখেছে। এই লক্ষ্য পূরণের জন্য কর্মী ছাঁটাই এবং খরচ কমানোর অন্যান্য় উপায় অবলম্বন করা হবে। তিনি বলেন, “আমাদের অন্য়তম লক্ষ্য হল স্ট্রিমিং ব্যবসার বৃদ্ধি ও তাকে লাভজনক করা। বর্তমান আর্থিক বৃদ্ধির দিকে নজর রেখে অনুমান করা হচ্ছে, আগামী ২০২৪ অর্থবর্ষের শেষভাগের মধ্যে ডিজনি প্লাস লাভজনক অবস্থায় পৌঁছে যাবে। এই লক্ষ্য অর্জনই আমাদের প্রধান উদ্দেশ্য।”