Credit Card: অনেকগুলি ক্রেডিট কার্ড আছে? বিপদ এড়াতে এগুলি জেনে রাখুন
Credit Card: প্রতিটি ব্যাঙ্ক বা কোম্পানির ক্রেডিট কার্ডের জন্য বার্ষিক চার্জ আলাদা। একাধিক কার্ড থাকলে এটা জেনে রাখা জরুরি। সময় মতো প্রতিটি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে হবে, নাহলে ৪০ শতাংশ পর্যন্ত সুদ চাপতে পারে।
ক্রেডিট কার্ডের সুবিধা যেমন অনেক, অসুবিধাও নেহাত কম নয়। একটি ক্রেডিট কার্ড থাকলে তো ঠিক, আছে কিন্তু অনেক থাকলে? তাতে রয়েছে অনেক সুবিধা।
ক্রেডিট কার্ডের সুবিধাগুলি কী কী
ক্রেডিট কার্ডে বিভিন্ন জিনিসের ওপর ছাড় পাওয়া যায়। বিভিন্ন ক্ষেত্রে ক্যাশব্যাকও পাওয়া যায়। ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করা যেতে পারে। প্রয়োজনে কিস্তিতে বা ইএমআই-এর মাধ্যমে কিছু কিছু করে টাকা জমা দিতে পারেন। প্রয়োজনের সময় নগদ টাকা তুলতেও পারেন ওই ক্রেডিট কার্ড থেকে।
একটির বেশি ক্রেডিট কার্ড থাকলে কী হবে
আপনার কাছে যদি একটি ক্রেডিট কার্ড থাকে সেটি ব্যবহার না করেন তাহলে আপনার প্রোফাইলে এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে ক্রেডিট স্কোর কমে যায়। লোন নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ক্রেডিট লিমিটও কমে যায়। আয়কর দফতরও আপনার উপর নজর রাখতে পারে।
প্রতিটি ব্যাঙ্ক বা কোম্পানির ক্রেডিট কার্ডের জন্য বার্ষিক চার্জ আলাদা। একাধিক কার্ড থাকলে এটা জেনে রাখা জরুরি। সময় মতো প্রতিটি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে হবে, নাহলে ৪০ শতাংশ পর্যন্ত সুদ চাপতে পারে।
আরও একটা বিষয় হল, বিপদে পড়লেও ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা তোলা যাবে না। সে ক্ষেত্রে সুদ চাপতে পারে অনেক বেশি।