Donate-a-Pension : আপনার সহায়তাকারীর জন্য দারুণ স্কিম এনেছে সরকার, এখনি জানুন বিস্তারিত
Donate-a-Pension : প্রত্যেক গ্রাহক ৬০ বছর বয়সে পৌঁছলে দান-এ-পেনশন স্কিমের আওতায় ৩ হাজার টাকা করে পেনশন পেতে পারেন। পেনশন পাওয়ার সময় গ্রাহকের মৃত্যু হলে, গ্রাহকের স্ত্রী সুবিধাভোগী কর্তৃক প্রাপ্ত পেনশনের ৫০% পাওয়ার অধিকারী হবেন।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (PM-SYM) এর অধীন একটি যোজনা হল দান-এ-পেনশন। এই যোজনায় কোনও ব্যক্তি নিজের কাছের সহকর্মীর প্রিমিয়াম দান করতে পারেন। এই সহকর্মী চালক, সহায়তাকারী, রক্ষণাবেক্ষণকারী, বাড়ির কাজের লোক এবং আরও অন্য যে কেউ হতে পারেন। এই যোজনা ব্যক্তিদের সমাজসেবার সুযোগ দেয়। এই ধরনের উদ্যোগ খুবই গুরত্বপূর্ণ কারণ ভারতের মোট কাজের ৯৩ শতাংশই অসংগঠিত ক্ষেত্রে হয়ে থাকে। এই যোজনার মাধ্যমে নিয়োগকর্তারা সেইসব ব্যক্তি বা মহিলাদের জীবন সুরক্ষিত রাখতে পারেন যাঁরা তাঁদের জীবন সুরক্ষিত রাখেন।
দান-এ-পেনশন স্কিমের বিষয়ে বিস্তারিত তথ্য :
- আবেদকারীকে একটি অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে। মাসে ১৫ হাজারের কম আয় করতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
- তাঁরা যেন আয়কর দাতা না হন।
- আবেদনকারীর এনপিএস, ইএসআইসি-র মতো এই ধরনের কোনও স্কিমের অন্তর্ভুক্ত থাকলে হবে না।
- সুবিধাভোগীর বয়সের উপর নির্ভর করে দান কমপক্ষে ৬৬০ টাকা হতে হবে। সর্বোচ্চ হতে পারে ২,৪০০ টাকা।
- যাঁরা এই খাতে টাকা দিতে চান তাঁদের মোটামুটি এক বছরের দান দিয়ে দিতে হবে।
স্কিমের গ্রাহকদের সুবিধা :
- প্রত্যেক গ্রাহক ৬০ বছর বয়সে পৌঁছলে এই স্কিমের আওতায় ৩ হাজার টাকা করে পেনশন পেতে পারেন।
- পেনশন পাওয়ার সময় গ্রাহকের মৃত্যু হলে, গ্রাহকের স্ত্রী সুবিধাভোগী কর্তৃক প্রাপ্ত পেনশনের ৫০% পাওয়ার অধিকারী হবেন।
- যদি একজন গ্রাহক 60 বছর বয়সের আগে মারা যান, তাঁর জীবিত স্ত্রী যোগ দিতে পারেন এবং ধারাবাহিকভাবে মাসিক অবদান রেখে পরিকল্পনাটি চালিয়ে যেতে পারেন। প্রত্যাহার এবং প্রস্থানের নিয়ম অনুসারে তিনি এই স্কিম থেকে নিজের নাম তুলে নিতে পারেন।