Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে মিলবে বিশেষ লাভ, এবার দ্রুত দ্বিগুণ হবে টাকা
মাত্র ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করা যাবে। পরে ধাপে ধাপে ১০০ টাকা গুনে বিনিয়োগ করা যেতে পারে।
নয়া দিল্লি: পোস্ট অফিসের গ্রাহকদের সুবিধা দিতে বিশেষ স্কিম নিয়ে এল কেন্দ্র। বর্তমানে পোস্ট অফিসে কিষাণ বিকাশ পত্র (KVP) নামক যে স্কিম রয়েছে তার অধীনে মাত্র ১২৩ মাস অর্থাৎ ১০ বছর ৩ মাসে টাকা দ্বিগুণ হয়। তবে এবার এই স্কিমে টাকা রাখলে সেটা ১২৩ মাস নয়, ১২০ মাস অর্থাৎ ১০ বছরেই দ্বিগুণ হবে। কিষাণ বিকাশ পত্র (KVP)-এ বেসিস ২০ পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ফলে কিষাণ বিকাশ পত্র (KVP)-এর বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ হতে ৩ মাস সময় কমল। এছাড়া ক্ষুদ্র সেভিংস স্কিমে সুদের হার বাড়িয়েছে সরকার। ১.১০ শতাংশ সুদের হার বাড়িয়েছে। কী ভাবে কম সময়ে টাকা দ্বিগুণ হবে এবং KVP-র কী কী বিশেষ সুবিধা মিলবে, বিস্তারিত জেনে নিন…
১২০ মাসে টাকা দ্বিগুণ ১ জানুয়ারি, ২০২৩-এর পর কিষাণ বিকাশ পত্র (KVP)-এ আপনার টাকা ১২৩ মাস নয়, ১২০ মাসেই দ্বিগুণ হবে। অর্থাৎ টাকা দ্বিগুণ হতে বর্তমান সময়ের থেকে আরও ৩ মাস সময় কম লাগবে। আর KVP স্কিমে ৭.২০ হারে সুদ মিলবে।
১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করুন কিষাণ বিকাশ পত্র স্কিমে মাত্র ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করা যাবে। পরে ধাপে ধাপে ১০০ টাকা গুনে বিনিয়োগ করা যেতে পারে। এখানে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। এই যোজনার অধীনে যত খুশি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সিঙ্গল অ্যাকাউন্ট অথবা সর্বাধিক ৩ জন প্রাপ্তবয়স্ক মিলে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টে যে কাউকে নমিনি করা যাবে।
মেয়াদের আগেই স্কিম বন্ধ করা যেতে পারে কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট আপনি চাইলে আড়াই বছর অর্থাৎ ২ বছর ৬ মাস চালানোর পরই বন্ধ করতে পারেন। সিঙ্গল অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে তাঁর পরিবার অথবা যে নমিনি রয়েছেন তিনি গেজেটেড অফিসারের স্বাক্ষর সম্বলিত নথি নিয়ে আদালতের নির্দেশে অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলতে পারবেন। একইভাবে জয়েন্ট যৌথ অ্যাকাউন্টধারীর কোনও একজনের মৃত্যু হলে বাকিরা চাইলে একইভাবে গেজেটেড অফিসারের স্বাক্ষর সম্বলিত নথি নিয়ে আদালতের নির্দেশে অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলতে পারবেন।
KVP অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা ১৮ বছর ঊর্ধ্ব যে কোনও ভারতীয় নাগরিক পরিচয়পত্র দিয়ে KVP অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে ১০ বছর বয়সের ঊর্ধ্বে নাবালকদের নামেও KVP অ্যাকাউন্ট খোলা যাবে। আর বিশেষ ক্ষমতাসম্পন্ন নাবালকদের তরফে তাদের অভিভাবকেরা KVP অ্যাকাউন্ট খুলতে পারবেন।