Electoral Bonds: ৪ অক্টোবর থেকে ফের শুরু নির্বাচনী বন্ডের বিক্রি, কারা কিনতে পারে? কোথা থেকে, কীভাবে?
Electoral Bonds: কী এই নির্বাচনী বন্ড? কারা এই নির্বাচনী বন্ড কিনতে পারেন? কারা এই বন্ডগুলি পায়? কীভাবে কেনা যায় নির্বাচনী বন্ড? আসুন জেনে নেওয়া যাক নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত কিছু।
নয়া দিল্লি: ৪ অক্টোবর থেকে ফের শুরু হচ্ছে ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের বিক্রি। ১৩ অক্টোবর পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২৯টি অনুমোদিত শাখা থেকে এই বন্ডগুলি কেনা যাবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কী এই নির্বাচনী বন্ড? কারা এই নির্বাচনী বন্ড কিনতে পারেন? কারা এই বন্ডগুলি পায়? কীভাবে কেনা যায় নির্বাচনী বন্ড? আসুন জেনে নেওয়া যাক নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত কিছু।
নির্বাচনী বন্ড কী?
রাজনৈতিক তহবিলে স্বচ্ছতা আনার প্রচেষ্টায় ২০১৭ সালে এই বন্ড জারি করেছিল মোদী সরকার। রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের বিকল্প হিসাবে এই নির্বাচনী বন্ড তৈরি করা হয়েছে। ২০১৭-র ১ ফেব্রুয়ারি, তাঁর বাজেট বক্তৃতায়, তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, “স্বাধীনতার ৭০ বছর পরও, রাজনৈতিক দলগুলির তহবিল জোগানের কোনও স্বচ্ছ পদ্ধতি আনা যায়নি দেশে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলি তাদের বেশিরভাগ তহবিল বেনামী অনুদানের মাধ্যমে নগদ হিসেবে পায়। তাই ভারতে রাজনৈতিক তহবিলের ব্যবস্থায় স্বচ্ছতা আনার চেষ্টা করা দরকার।”
কারা নির্বাচনী বন্ড কিনতে পারেন?
ভারতের যে কোনও নাগরিক বা দেশে নিযুক্ত বা প্রতিষ্ঠিত যে কোনও সত্তা এই বন্ডগুলি কিনতে পারে। কোনও ব্যক্তি এককভাবে বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে যৌথভাবে এই বন্ডগুলি কিনতে পারেন। ক্রেতাকে শুধুমাত্র কেওয়াইসি পূর্ণ করতে হবে। তারপর, কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ প্রদানের মাধ্যমে নির্বাচনী বন্ডগুলি কেনা যায়।
কারা নির্বাচনী বন্ডগুলি পাওয়ার যোগ্য?
শুধুমাত্র জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ২৯-এর ক ধারার অধীনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলি এবং যে দলগুলি গত লোকসভা বা রাজ্য বিধাসভা নির্বাচনে অন্তত এক শতাংশ ভোট পেয়েছে, তারাই নির্বাচনী বন্ড পাওয়ার যোগ্য৷
কীভাবে কেনা যায় নির্বাচনী বন্ড?
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২৯টি অনুমোদিত শাখা থেকে বন্ডগুলি কেনা যায়। এই শাখাগুলি লখনউ, সিমলা, দেরাদুন কলকাতা, গুয়াহাটি, চেন্নাই, পটনা, নয়া দিল্লি, চণ্ডীগঢ়, শ্রীনগর, গান্ধীনগর, ভোপাল, রায়পুর এবং মুম্বইয়ে রয়েছে। ১০০০ টাকা, ১০০০০ টাকা, ১ লক্ষ টাকা, ১০ লক্ষ টাকা এবং ১ কোটি টাকার বন্ড কেনা যায়। নির্বাচনী বন্ড ডিজিটালভাবে বা চেকের মাধ্যমে এসবিআই-এর যে কোনও অনুমোদিত শাখা থেকে কেনা যায়। নগদে কেনার অনুমতি নেই। এরপর, দাতা তাঁর পছন্দের রাজনৈতিক দলের কাছে ওই বন্ড হস্তান্তর করতে পারেন। এর ১৫ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলিকে ওই বন্ড ভাঙিয়ে নগদ গ্রহণ করতে হয়।