Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elon Musk: এ যেন ভূতের মুখে রামনাম! প্রকাশ্যে ক্ষমা চাইলেন ইলন মাস্ক, কেন জানেন?

Twitter: রবিবারের টুইট বার্তায় প্রথমে ইলন মাস্ক বলেছেন, "টুইটার ক্রমাগত আরও উজ্জীবিত হয়ে উঠছে বলেই মনে হচ্ছে"। পরের টুইটবার্তাতেই তিনি বলেন, "তবে একাধিক দেশে টুইটারের গতি অত্য়ন্ত ধীর হওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।"     

Elon Musk: এ যেন ভূতের মুখে রামনাম! প্রকাশ্যে ক্ষমা চাইলেন ইলন মাস্ক, কেন জানেন?
ক্ষমা চাইলেন ইলন মাস্ক। কেন জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2022 | 10:36 AM

সান ফ্রান্সিসকো:  নিজের মর্জির মালিক, কিছুটা ‘খ্য়াপাটে’ হিসাবেই তিনি পরিচিত নিজের ঘনিষ্ঠজন থেকে শুরু করে সংস্থার কর্মীদের কাছে। সেই ইলন মাস্কই (Elon Musk) বদলে গিয়েছেন অনেকটা। প্রকাশ্য়ে এবার ক্ষমা চাইলেন তিনি। কারণটা জানলে আরও অবাক হবেন। রবিবার টুইটারের (Twitter) নতুন মালিক ইলন মাস্ক টুইটে ক্ষমা চান। একাধিক দেশেই মাইক্রোব্লগিং সাইটের গতি অত্যন্ত ধীর হওয়ার কারণে যে একাধিক অভিযোগ আসছিল, তার জন্যই ক্ষমা চান তিনি।

টুইটার সংস্থার অধিগ্রহণ করার পর থেকেই একের পর এক বড় ঘোষণা করে চলেছেন ইলন মাস্ক। টুইটেই তিনি যাবতীয় ‘বোমা’ ফেলেন। টুইটারের অন্দরে একাধিক পরিবর্তন থেকে শুরু করে কর্মী ছাঁটাই, সমস্ত সিদ্ধান্ত ও তার কারণ ব্যাখ্যার জন্য নিজের মাইক্রেব্লগিং প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন তিনি। তবে রবিবার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে টুইটারে ক্ষমা চাইলেন তিনি। মাস্ক টুইট করে বলেন, “একাধিক দেশে টুইটারের পরিষেবা অত্যন্ত ধীর হওয়ায় ক্ষমা চাইছি।”

রবিবারের টুইট বার্তায় প্রথমে ইলন মাস্ক বলেছেন, “টুইটার ক্রমাগত আরও উজ্জীবিত হয়ে উঠছে বলেই মনে হচ্ছে”। পরের টুইটবার্তাতেই তিনি বলেন, “তবে একাধিক দেশে টুইটারের গতি অত্য়ন্ত ধীর হওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।”

সম্প্রতিই টুইটারে চালু করা হয়েছিল এক নতুন পরিষেবা, টুইটার ব্লু। মাসিক ৮ ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক মিলবে বলেই জানিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু বিশ্বের একাধিক দেশে এই পরিষেবা চালু হতে না হতেই, দিন কয়েকের মধ্যে তা বন্ধ করে দিতে হয় ভুয়ো অ্যাকাউন্টের ঠেলায়। কবে থেকে টুইটার ব্লু পরিষেবা ফের চালু হবে, সেই প্রশ্নের উত্তরে মাস্ক জানিয়েছিলেন যে চলতি সপ্তাহের শেষভাগের মধ্যে এই পরিষেবা পুনরায় চালু করা হবে।

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নীল টিক যুক্ত এই ভুয়ো অ্যাকাউন্টের সমস্যা নির্মূল করার জন্য নতুন কিছু ফিচার্স আনা হবে বলেও জানান টেসলা কর্তা। তবে সেই ফিচার্স কী  হবে, সে সম্পর্কে খোলসা করে বলেননি তিনি। টুইটে তিনি শুধু লেখেন, “শীঘ্রই টুইটারের তরফে নতুন পরিষেবা আনা হচ্ছে যেখানে কোনও সংস্থার সঙ্গে কোন কোন টুইটার অ্য়াকাউন্ট সংযুক্ত, তা চিহ্নিত করতে পারবে।”