Unlimited Vacation Days: এবার থেকে যত খুশি ছুটি নিতে পারবেন এই সংস্থার কর্মীরা, কাটবে না কোনও টাকা

Unlimited Vacation Days: এবার থেকে আনলিমিটেড ছুটি পাবেন মাইক্রোসফটের কর্মীরা। এর জন্য কোনও টাকা কাটা হবে না কর্মীদের। নতুন কর্মীরাও এই পলিসির সুবিধা পাবেন।

Unlimited Vacation Days: এবার থেকে যত খুশি ছুটি নিতে পারবেন এই সংস্থার কর্মীরা, কাটবে না কোনও টাকা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 9:49 AM

মাইক্রোসফটের (Microsoft) কর্মীদের জন্য ব়়য়েছে বড় খবর। এবার থেকে যতদিনের ইচ্ছে ছুটি নিতে পারবেন এই টেক সংস্থার কর্মীরা। তবে তা কেবলমাত্র একটি দেশের কর্মীদের জন্যই সীমাবদ্ধ। আমেরিকার মাইক্রোসফটের কর্মীরা এই ছুটি নেওয়ার সুযোগ-সুবিধা পাবেন। ‘ডিসক্রেশনারি টাইম অফ’ (Discretionary Time Off) নীতির আওতায় আগামী সপ্তাহ থেকেই এই ছুটি নিতে পারবেন কর্মীরা।

ভার্জ ওয়েবসাইটের একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করতে চলেছে এই টেক সংস্থা। কর্মীদের ছুটির পলিসিতে থাকবে ১০ টি কর্পোরেট ছুটি, অসুস্থতার জন্য ছুটির পাশাপাশি থাকবে অফুরন্ত ছুটি নেওয়ার সুযোগ। এক্ষেত্রে নতুন কর্মীরাও এই আনলিমিটেড ছুটির সুবিধা পাবেন। তাঁদের এই ছুটি নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।

আর ছুটি বাকি পড়ে থাকলে তার জন্য এপ্রিলে টাকা পাবেন কর্মীরা। তবে এই নিয়ম শুধুমাত্র আমেরিকার স্থায়ী মাইক্রোসফটের কর্মীদের জন্যই প্রযোজ্য। যাঁরা ঘণ্টার ভিত্তিতে কাজ করেন বা আমেরিকার বাইরে কাজ করেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। মাইক্রোসফটের চিফ পিপল অফিসার কাথলিন হোগান বলেছেন, হঠাৎ করে যখন কাজের ধরন পাল্টে গিয়েছে তখন আরও ফ্লেক্সিবল ছুটির নিয়ম কার্যকর করা সংস্থার পক্ষে ভাল।