Luxurious Trip to Employees: কর্মীদের ঘুরতে পাঠান খোদ বস, আর খরচ সম্পূর্ণ সংস্থার, কারণ জানেন?

Luxury Trip to Employees: এই সংস্থার কর্মীদের ঘুরতে পাঠান খোদ বস। কর্মীদের কাজে মন ফেরাতেই এই কাজ করা হয়।

Luxurious Trip to Employees: কর্মীদের ঘুরতে পাঠান খোদ বস, আর খরচ সম্পূর্ণ সংস্থার, কারণ জানেন?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 9:53 AM

কর্পোরেটে নিত্যদিনের চাপ থেকে মুক্তি পেতে এবং একঘেয়েমি কাটাতে ছুটি বাঞ্ছনীয়। আর এরকম কোনও কর্পোরেট সংস্থা মেলা ভার যেখানে কর্মীদের জন্য সংস্থার তরফেই বিলাসবহুল ছুটির আয়োজন করা হয়েছে। তবে এবার সেরকমই নজির দেখা গেল এক মার্কিন সংস্থায়। বিশ্বের সেরা বস (World’s Best Boss) নামেই পরিচিত মার্ক নেইলসন। তাঁর সংস্থার কর্মীদের প্রতি তাঁর নমনীয় ও সহৃদয় মনোভাবের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছেন বেশ কয়েকবার। তাঁর সংস্থার কর্মীদের আর্থিকভাবে সাহায্য করতে এবং তাঁদের স্বচ্ছন্দ্যে কাজের পরিবেশ তৈরি করতে কোনও কিছু বাদ রাখেননি তিনি।

এবার কর্মীদের বিলাসবহুল ছুটি কাটাতে পাঠালেন নেইলসন। তিনি কঠোর পরিশ্রমকে পুরস্কৃত করতে ভালবাসেন। তিনি প্রায় ৩.৯৬ কোটি টাকা খরচ করে নিজের টিমকে বিলাসবহুল ছুটি কাটাতে পাঠিয়েছেন তিনি। সম্প্রতি ৫০ জন কর্মীকে ঘুরতে পাঠিয়েছেন। প্রায় ৮১.২২ লক্ষ টাকা খরচ করে তিনি তাঁদের আইসল্যান্ডে পাঠিয়েছেন। কয়েকজনকে মেক্সিকোতে পাঠিয়েছেন। এবং এই ঘোরার খরচগুলিল কর্মীদের বোনাসের মধ্যে অন্তর্ভুক্ত। গত বছর তিনি নিজের কর্মীদের নগদ টাকা বোনাস হিসেবে দিয়েছিলেন। যার জন্য মোট খরচ হয়েছিল ৬১.৩৯ লক্ষ টাকা।

তবে কর্মীদের জন্য এইসব করার পিছনে যুক্তিও রয়েছে নেইলসনের। ইনস্যুরেন্স ফার্ম AO-র সিনিয়র পার্টনার হলেন নেইলসন। তিনি বলছেন, কর্মীদের জন্য এইসব করলে দীর্ঘ মেয়াদে এর ফলাফল মিলবে। তিনি মনে করেন তাঁর সংস্থার কর্মীরা কাজের জন্য আরও উদ্বুদ্ধ হবেন এবং আরও ভালভাবে কাজ করবেন।