Retail Inflation Rate: স্বস্তি মধ্যবিত্তের, গত এক বছরে সর্বনিম্ন খুচরো মূল্যবৃদ্ধির হার
Retail Inflation Rate: গত ডিসেম্বর মাসে এক বছরে সর্বনিম্ন হয়েছে খুচরো মূল্যবৃদ্ধির হার। ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৭২ শতাংশ।
দেশের মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর। ডিসেম্বরে আরও কিছুটা কমেছে খুচরো মূল্য়বৃদ্ধির হার (CPI Based Inflation Rate)। বছরের শেষে খুচরো মূল্যবৃদ্ধির হার রয়েছে ৫.৭২ শতাংশ। গত এক বছরে ডিসেম্বরে সর্বনিম্ন হয়েছে খুচরো মূল্যবৃদ্ধির হার। মূলত খাদ্যমূল্যের দাম কমার কারণেই খুচরো মূল্যবৃদ্ধির হারে পতন দেখা গেল।
বৃহস্পতিবার পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের তরফে ডিসেম্বর মাসের খুচরো মূল্যবৃদ্ধির হার প্রকাশ করা হয়েছে। সেই পরিসংখ্য়ান অনুযায়ী, ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৭২ শতাংশ। উল্লেখ্য, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অনুযায়ী, মূল্যবৃদ্ধির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকলে তা সহনীয়। এই নিয়ে পরপর দুই মাস ৬ শতাংশের নীচেই রইল খুচরো মূল্যবৃদ্ধির হার।
প্রসঙ্গত, ২০২৩ সালে খুচরো মূল্যবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী থাকলেও বছর শেষে খুচরো মূল্যবৃদ্ধির হার সহনীয় মাত্রার মধ্যেই নেমে এসেছিল। নভেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৮৮ শতাংশ। অক্টোবরে যা ছিল ৬.৭৭ শতাংশ। প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাস থেকেই সহনশক্তির উপরে ছিল খুচরো মূল্যবৃদ্ধির হার। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ৬ এর উপরে থাকার পর গত বছর নভেম্বরে প্রথম ৬ এর নীচে নামে। গত এক বছরে এটাই ডিসেম্বরে সর্বনিম্ন হয়েছে খুচরো মূল্যবৃদ্ধির হার। উল্লেখ্য, খাদ্য দ্রব্যের বিশেষত সবজির কম দামের কারণেই খুচরো মূল্যবৃদ্ধির হারে পতন দেখা গিয়েছে। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার ডিসেম্বরে নেমে এসেছে ৪.১ শতাংশে। যেখানে নভেম্বরে ছিল ৪.৬৭ শতাংশ।
প্রসঙ্গত, করোনাকাল কাটিয়ে ছন্দে ফিরছিল গোটা দেশ। করোনাকালে অর্থনীতির সেইভাবে পতন না হলেও বাজারে জিনিসপত্রের দাম বেড়েছিল লাগামছাড়া। করোনার পর ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধও। এর ফলে মধ্যবিত্তের পকেটে পড়েছিল চাপ। তারপর মূল্য়বৃদ্ধির হার বেড়েই গিয়েছে। এদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ২০২২ সালের প্রথম দিক থেকেই দফায় দফায় রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। পাঁচ দফায় মোট ২২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে RBI। এর ফলে খুচরো মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে এসেছে।