PAN নিয়ে বড় পদক্ষেপের পথে কেন্দ্র, এই বাজেটেই কড়া নিয়মের সম্ভাবনা

Union Budget 2023: গত বছর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, ক্রেতাসুরক্ষা মন্ত্রী পিযূষ গয়াল বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্যের মধ্যে এপিআই ইন্টিগ্রেশেনের চিহ্নিতকরণের জন্য প্যান নম্বর ব্যবহার করা হতে পারে।

PAN  নিয়ে বড় পদক্ষেপের পথে কেন্দ্র, এই বাজেটেই কড়া নিয়মের সম্ভাবনা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 8:30 AM

নয়া দিল্লি: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, সকলের নজর কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023) দিকে। এই বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে অনেক। পরিবর্তন আনা হতে পারে একাধিক আর্থিক নিয়মে। এর মধ্যে অন্যতম হল প্য়ান কার্ডের নিয়মে পরিবর্তন। সূত্রের খবর, আসন্ন বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number)  বা প্যান-কে ব্যবসায়িক চিহ্নিতকরণের একমাত্র উপায় বা সিঙ্গল বিজনেস আইডেন্টিফিকেশন (Single Business Identification) হিসাবে চিহ্নিত করার জন্য আইনি ও ব্যবহারিক পরিকাঠামো তৈরি করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী, সমস্ত ব্যবসার অনুমোদনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এতে ব্যবসার অনুমোদন বা পরিচালনের ক্ষেত্রে যে একাধিক পরিচয়পত্র বা নথির প্রয়োজন পড়ে, তাকে এক সূত্রে বাধবে প্য়ান কার্ড। যদি কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তবে এরপর থেকে ব্যবসায়ী বা বিনিয়োগকারীকে প্রকল্প সংক্রান্ত অনুমোদন ও ছাড়পত্রের জন্য ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেমে একাধিক ফর্ম পূরণ করতে হবে না। প্যান কার্ডের মাধ্যমেই যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে।

গত বছর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, ক্রেতাসুরক্ষা মন্ত্রী পিযূষ গয়াল বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্যের মধ্যে এপিআই ইন্টিগ্রেশেনের চিহ্নিতকরণের জন্য প্যান নম্বর ব্যবহার করা হতে পারে।এতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যে একটিই ব্যবসায়িক আইডি ব্যবহার করছে, তা নিশ্চিত করা হবে। এই নিয়মে অটো-পপুলেশন মডিউলের সাহায্যে তথ্য নকল হওয়া বা এক তথ্য বিভিন্ন ফর্মে পূরণ হওয়ার সম্ভাবনাও কমবে।

উল্লেখ্য, ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম বা এনএসডব্লুএস কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ যা বিনিয়োগ বাড়াতে ও ব্যবসা সংক্রান্ত সমস্যা-অভিযোগ সামলাতে সাহায্য করে। দেশের সমস্ত মন্ত্রক, বিভাগ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এক সূত্রে বাঁধতে সাহায্য করে এই সিস্টেম।

অন্য়দিকে, প্যান হল ১০ সংখ্যার একটি ইউনিক নম্বর, যা আয়কর বিভাগের তরফে দেওয়া হয়। প্যান কার্ডের মাধ্যমে যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে আয়কর দফতর।