EPFO Higher Pension: চাকুরীজীবীদের জন্য সুখবর, বর্ধিত পেনশনের আবেদন জানানোর শেষ তারিখ বাড়াল EPFO

EPFO Update: ইপিএফও-র তরফে জানানো হয়েছে, অতিরিক্ত সুযোগ দিতে এবং যোগ্য় ব্যক্তিদের আবেদনের সুযোগ দেওয়ার জন্য বর্ধিত পেনশনের আবেদন জানানোর শেষ তারিখ বাড়িয়ে ২৬ জুন করা হল।

EPFO Higher Pension: চাকুরীজীবীদের জন্য সুখবর, বর্ধিত পেনশনের আবেদন জানানোর শেষ তারিখ বাড়াল EPFO
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 11:58 AM

নয়া দিল্লি: চাকরীজীবীদের জন্য স্বস্তির খবর। বর্ধিত পেনশন (Higher Pension) পাওয়ার জন্য আবেদন জানানোর সময়সীমা বাড়াল ইপিএফও (EPFO)। সরকারি-বেসরকারি কর্মীদের অবসরকালীন ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees Provident Fund Organzation) তরফে জানানো হয়েছে, বর্ধিত পেনশন পাওয়ার জন্য কর্মীদের অনলাইনে আবেদন করার শেষ তারিখ বাড়িয়ে ২৬ জুন করা হল। আগে এই আবেদন করার শেষ তারিখ ছিল ৩ মে। কর্মীদের সুবিধার কথা ভেবেই এই আবেদন করার তারিখ বাড়িয়ে ২৬ জুন করা হল।

ইপিএফও-র তরফে জানানো হয়েছে, অতিরিক্ত সুযোগ দিতে এবং যোগ্য় ব্যক্তিদের আবেদনের সুযোগ দেওয়ার জন্য বর্ধিত পেনশনের আবেদন জানানোর শেষ তারিখ বাড়িয়ে ২৬ জুন করা হল। শ্রম মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২ সালের ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখেই আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে।

ইপিএফও-র তরফে জানানো হয়েছে, এখনও অবধি ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। আজ, ৩ মে অবধি অনলাইনে বর্ধিত পেনশনের জন্য আবেদন করা যেত। এবার ইপিএফও-র তরফে সেই তারিখ বাড়িয়ে ২৬ জুন অবধি করা হল। জানানো হয়েছে, ইপিএফও-র বর্ধিত পেনশনের জন্য আবেদনের শেষ তারিখ বাড়ানোর জন্য একাধিক আবেদন জমা পড়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালেই কর্মীদের পেনশন প্রকল্পে সংশোধন করা হয়েছিল। পিএফে পেনশন পাওয়ার জন্য বেতনের ঊর্ধ্বসীমা ৬৫০০ টাকা থেকে বাড়িয়ে মাসিক ১৫ হাজার টাকা করা হয়েছিল। সেই সময়ই জানানো হয়েছিল, যদি এই বেতন সীমার ঊর্ধ্বে থাকা কোনও কর্মচারী ইপিএফে পেনশ পেতে চান, তবে তাঁকে কর্মরত সংস্থার সঙ্গে মিলিতভাবে আবেদন জানাতে হবে। মূল বেতনের উপরে ৮.৩৩ শতাংশ হারে ইপিএসে জমা দিতে হবে।

এক্ষেত্রে বলে রাখা ভাল, কর্মীদের বেতনের ১২ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। যে সংস্থায় কর্মরত, সেই সংস্থার তরফেও বেতনের ১২ শতাংশ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এরমধ্যে ৩.৬৭ শতাংশ পিএফ অ্যাকাউন্টে এবং ৮.৩৩ শতাংশ ইপিএসে জমা পড়ে।