EPFO Interest Rate: জুলাইয়েই সুদ বেড়েছে EPFO-র, কবে আপনার অ্য়াকাউন্টে ঢুকবে সুদের টাকা?

EPFO Account Balance: প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাসে ইপিএফও ২০২১-২২ অর্থবর্ষের জন্য সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করে। ১৯৭৭-৭৮ অর্থবর্ষের পর এটাই সর্বনিম্ন সুদের হার ছিল।

EPFO Interest Rate: জুলাইয়েই সুদ বেড়েছে EPFO-র, কবে আপনার অ্য়াকাউন্টে ঢুকবে সুদের টাকা?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 7:30 AM

নয়া দিল্লি: চলতি বছরের জুলাই মাসেই কেন্দ্রীয় সরকারের তরফে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund) বা ইপিএফও(EPFO)-র সুদের হার বাড়িয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে ইপিএফওর সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়। এরফলে ৬ কোটিরও বেশি ইফিএফও গ্রাহক উপকৃত হবেন। বর্তমানে ইপিএফও গ্রাহকদের প্রশ্ন, কবে থেকে এই নতুন সুদের হার পাওয়া যাবে? এই প্রশ্নেরই উত্তর দিল ইপিএফও।

সম্প্রতিই টুইটারে একাধিক ইপিএফও গ্রাহক জানতে চান যে কবে থেকে পাসবুকে নতুন সুদের হার যোগ হবে? এর জবাবে ইপিএফও-র তরফে জানানো হয়, গোটা বিষয়টি বর্তমানে প্রক্রিয়ার মাঝে রয়েছে। শীঘ্রই এই সুদের হার ইপিএফও পাসবুকে যোগ হবে। যখনই সুদের হার যোগ হবে, তখন সম্পূর্ণ অর্থই পাওয়া যাবে। সুদের হার কমবে না একটুও।

ইপিএফও অ্যাকাউন্টে টাকা জমা পড়লেই ফোনে মেসেজ এসে যায়। এছাড়া ওয়েবসাইট, মিসড কল বা উমঙ্গ অ্যাপের মাধ্যমেও আপনি ইপিএফও ব্যালেন্স চেক করতে পারেন।

প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাসে ইপিএফও ২০২১-২২ অর্থবর্ষের জন্য সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করে। ১৯৭৭-৭৮ অর্থবর্ষের পর এটাই সর্বনিম্ন সুদের হার ছিল।

কীভাবে ইপিএফও ব্যালেন্স চেক করবেন?

  • প্রথমেই ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইট epfindia.gov.in- এ যেতে হবে।
  • এবার মেইন পেজে গিয়ে সার্ভিস অপশনে ক্লিক করুন  এবং ফর এমপ্লয়িজ অপশনটি বেছে নিন।
  • এবার আপনার সামনে মেম্বার পাসবুক অপশনটি আসবে, সেখানে ইউএএন, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করুন। এরপরই আপনি যাবতীয় তথ্য দেখতে পাবেন।

এছাড়া আপনি এসএমএসের মাধ্য়মেও ব্যালেন্স চেক করতে পারেন। এর জন্য আপনাকে  EPFOHO UAN ENG – লিখে আপনার রেজিস্টার নম্বর থেকে 7738299899- এই নম্বরে পাঠাতে হবে।