Zomato: সুইগির পর এবার প্ল্যাটফর্ম ফি চালু করছে জোম্যাটো

Food delivery app: সুইগির মতো গ্রাহকদের কাছ থেকে প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছে জোম্যাটো। যদিও আপাতত এই প্ল্যাটফর্ম ফি শুধুমাত্র কয়েকজন ব্যবহারকারীর কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে।

Zomato: সুইগির পর এবার প্ল্যাটফর্ম ফি চালু করছে জোম্যাটো
সুইগির মতো ব্যয়বহুল হচ্ছে জোম্যাটো।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 1:12 AM

নয়া দিল্লি: Swiggy-Zomato-র মতো ফুড ডেলিভারি অ্যাপ (Food delivery app) থেকে খাবার অর্ডার করা এখন ব্যয়বহুল হতে চলেছে। জোমাটোও এবার সুইগির পথ অনুসরণ করতে চলেছে। সুইগির মতো গ্রাহকদের কাছ থেকে প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছে জোম্যাটো। যদিও আপাতত এই প্ল্যাটফর্ম ফি শুধুমাত্র কয়েকজন ব্যবহারকারীর কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। আর এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম ফি চালু করেনি জোম্যাটোর সহকারী প্ল্যাটফর্ম, আরেক জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ Blinkit। সুইগি ও জোম্যাটোর প্রতিটি অর্ডারে প্ল্যাটফর্ম ফি বাবদ কত টাকা দিতে হবে জানুন।

প্ল্যাটফর্ম ফি চালু করে লাভবান Swiggy

২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে, জুনেই Swiggy একটি বাম্পার মুনাফা অর্জন করেছে। এরকম মুনাফা এবারই প্রথমবার এসেছে সংস্থাটিক। এপ্রসঙ্গে বলা যায়, প্রায় চার মাস আগে সুইগি খাবারের অর্ডারে প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করে। Swiggy থেকে খাবার অর্ডার করলে গ্রাহকদের প্রতি অর্ডারে ২ টাকা প্ল্যাটফর্ম ফি দিতে হয়।

zomato-র প্ল্যাটফর্ম চার্জ কত?

মানিকন্ট্রোলে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সুইগির মতো Zomato প্ল্যাটফর্ম ফি চালু করেছে। তবে আপাতত শুধুমাত্র কয়েকজন ব্যবহারকারীর জন্য প্ল্যাটফর্ম ফি কার্যকর করেছে। সুইগির মতো জোম্যাটোও প্রতি অর্ডারে ২ টাকা প্ল্যাটফর্ম ফি ধার্য করেছে। তবে এটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী দিনে সমস্ত গ্রাহক ও সমস্ত অর্ডারের উপরই এই ফি ধার্য হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। কত টাকার অর্ডার দেওয়া হচ্ছে, তার উপর এই ফি ধার্য হবে না, এটি নির্দিষ্ট থাকবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এটি সম্পূর্ণভাবে চালু হলে সংস্থার আয় অনেকটাই বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ।