দামি পেট্রোল-ডিজেল থেকে মুক্তি মিলবে শীঘ্রই! বাজারে আসছে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনযুক্ত গাড়ি

Flex Fuel Engine Vehicles: ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন একের বেশি জ্বালানিতে চলতে পারে। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন পেট্রোল আর ইথানল বা মিথেনালের মিশ্রণে কাজ করে। ইথেনাল বা মিথেনাল কৃষিজাত ফসল বা তার অবশেষ থেকে তৈরি করা হয়। এই কারণে এটা সহজেই আর কম দামে পাওয়া যায়।

দামি পেট্রোল-ডিজেল থেকে মুক্তি মিলবে শীঘ্রই! বাজারে আসছে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনযুক্ত গাড়ি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 4:14 PM

নয়া দিল্লি: দেশে দ্রুতই দামি পেট্রোল-ডিজেলের বদলে সস্তা ইন্ধনে চলা বাহন দেখতে পাওয়া যাবে। সরকারের তরফে অটোমোবাইল কোম্পানিগুলিকে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন যুক্ত গাড়ি তৈরির নির্দেশ দিয়েছে। কোম্পানিগুলিকে আগামি ৬ মাসে বিএস-৬ (ভারত স্টেজ ৬) নির্গমনের নিয়মে ফ্লেক্স ফুয়েল বাহন এবং ফ্লেক্স ফুয়েল স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক বাহন উৎপাদন শুরু করতে হবে।

এক ঢিলে দুই পাখি মারতে প্রস্তুত সরকার

ফ্লেক্স ফুয়েলের সাহায্যে সরকার দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়। সরকারের প্রচেষ্টা রয়েছে যে ক্রুড অয়েলের উপর নির্ভরতা কম হোক। এর পাশাপাশি বাহনগুলি থেকে নির্গত গ্রীন হাউস গ্যাস নির্গমণও কম করা। প্রসঙ্গত ফ্লেক্স ফুয়েলে চলা গাড়ি পেট্রোল ডিজেলের তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সস্তা পড়বে। শুধু তাই নয় এই জ্বালানি পরিবেশ বান্ধবও।

৬০ থেকে ৬২ টাকা প্রতি লিটার দাম হবে ফ্লেক্স ফুয়েলের

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গডকরী ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের দারুণভাবে প্রচার করছেন। তাঁর বক্তব্য এই বিকল্প ইন্ধনের দাম ৬০ থেকে ৬২ টাকা প্রতি লিটার হবে, যা পেট্রোল ডিজেলের চেয়ে কম। এই জ্বালানি দ্বারা গাড়ি চালানো ৪০ শতাংশ সস্তা হবে। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন একের বেশি জ্বালানিতে চলতে পারে। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন পেট্রোল আর ইথানল বা মিথেনালের মিশ্রণে কাজ করে। ইথেনাল বা মিথেনাল কৃষিজাত ফসল বা তার অবশেষ থেকে তৈরি করা হয়। এই কারণে এটা সহজেই আর কম দামে পাওয়া যায়।

এই দেশে হচ্ছে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের প্রোডাকশন

ব্রাজিল, কানাডা আর আমেরিকা অটোমোবাইল কোম্পানিগুলি ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের প্রোডাকশন করছে। এই দেশগুলিতে গ্রাহকরা ১০০ শতাংশ পেট্রোল অথবা ১০০ শতাংশ বায়ো ইথানলের বিকল্প পান। যদি ভারতেও ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন যুক্ত বাহন পাওয়া যায় তাতে নিশ্চিতভাবেই গাড়ির খরচ কমে যাবে আর দূষণের সমস্যা থেকেও অনেকটা মুক্ত হওয়া যাবে।

আরও পড়ুন: Petrol Diesel Price: অপরিশোধিত তেলের দামে অভূতপূর্ব বৃদ্ধি, জানুন দেশে পেট্রোল ডিজেলের দাম