Paytm: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার সময়সীমা বাড়াল RBI, কতদিন বাড়ল?

Paytm: গ্রাহকদের যাবতীয় আমানত যাতে তোলা যায় তার ব্যবস্থা করতে হবে পেটিএমকেই। এই নির্দেশও দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে Paytm এর মূল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

Paytm: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার সময়সীমা বাড়াল RBI, কতদিন বাড়ল?
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2024 | 7:25 PM

নয়া দিল্লি: ২৯ ফেব্রুয়ারি ছিল শেষদিন। সাময়িক স্বস্তি দিয়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা আরও কয়েকদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার আরবিআই জানিয়ে দিল, মার্চের ১৫ তারিখের পর Paytm এর যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের যাবতীয় আমানত যাতে তোলা যায় তার ব্যবস্থা করতে হবে পেটিএমকেই। এই নির্দেশও দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, Paytm এর মূল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে Paytm Payments Bank এর কাস্টমারদের দ্রুত বিকল্প ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে লাগাতার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। আরবিআইয়ের নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের অভিযোগ রয়েছে পেটিএমের বিরুদ্ধে। অভিযোগ উঠতেই আগেই পেটিএমকে এ বিষয়ে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। নতুন করে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জারি হয়েছিল নিষেধাজ্ঞা।

এদিকে আরবিআইয়ের নিষেধাজ্ঞা সামনে আসতে না আসতেই পেটিএম বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে তার তদন্ত শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমার আওতায় চলছে তদন্ত। আরবিআই-এর কাছ থেকে পেটিএম নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট। এদিকে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই হু হু করে পড়েছে পেটিএমের শেয়ার দর। চাপ বেড়েছে পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনের।