Fixed Deposits: আকর্ষণীয় রিটার্ন মিলবে এই ৫ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে, কত হারে সুদ পাবেন জেনে নিন
Fixed Deposits: SBI, HDFC, ICICI, কানাড়া ব্যাঙ্ক ও PNB সহ ভারতীয় ব্যাঙ্কগুলি সম্প্রতি NRE অ্যাকাউন্টগুলির জন্য তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের (Fixed Deposit Schemes) সুদের হার আপডেট করেছে।
SBI, HDFC, ICICI, কানাড়া ব্যাঙ্ক ও PNB সহ ভারতীয় ব্যাঙ্কগুলি সম্প্রতি NRE অ্যাকাউন্টগুলির জন্য তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার আপডেট করেছে। এনআরই অ্যাকাউন্ট হল বিদেশে বসবাসরত ভারতীয়দের খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই অ্য়াকাউন্টে বিদেশি মুদ্রা জমা করে ভারতীয় মুদ্রায় টাকায় তোলা যায়। NRE অ্যাকাউন্টগুলি একক বা যৌথ অ্যাকাউন্ট হতে পারে এবং এতে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ও FD অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত থাকতে পারে।
এই ৫টি ব্যাঙ্ক ভাল সুদ দিচ্ছে:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): আপনি যদি এক থেকে ১০ বছরের জন্য SBI-তে দুই কোটি টাকার কম বিনিয়োগ করেন তবে আপনি ৬.৫০% থেকে ৭.১০% সুদ পাবেন। অন্যদিকে, আপনি যদি ২ কোটি টাকার বেশি বিনিয়োগ করেন, তাহলে আপনাকে ৬ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হবে।
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank): HDFC ব্যাঙ্কে ২ কোটি টাকার কম বিনিয়োগের জন্য ৬.৬০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ এবং ২ কোটি টাকার বেশি বিনিয়োগের জন্য ৭.১০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ৷
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার NRE ফিক্সড ডিপোজিটের সুদের হার গত বছরের ৫.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭৫ শতাংশ করেছে।
ICICI ব্যাঙ্ক: বিদেশি অ্যাকাউন্টগুলির জন্য ICICI ব্যাঙ্ক স্থায়ী আমানতে বিনিয়োগের জন্য গ্রাহককে ৬.৭০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
কানাড়া ব্যাঙ্ক: কানাড়া ব্যাঙ্ক ১ থেকে ১০ বছরের জন্য স্থায়ী আমানতের উপর ৬.৭০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে।