জানুয়ারির প্রথম থেকেই সোনার দাম বেড়ে চলেছে। এবার পরপর দু'দিন দাম কমল হলুদ ধাতুর। দাম কমল সোনার। আজ ১ কেজি রুপোর দাম কমে রয়েছে ৭১,৫০০ টাকা।
প্রতীকী ছবি
এ দিন সোনার দামের সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে হলুদ ধাতুর দর। এই এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।