Gold Price Today: বৃহস্পতিবারে সদয় লক্ষ্মীদেবী, ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা

Gold Price Today: বৃহস্পতিবার দাম কমেছে সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২

Gold Price Today: বৃহস্পতিবারে সদয় লক্ষ্মীদেবী, ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা
মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪,৯৮০ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৩৯,৮৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৯,৮০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪,৯৮,০০০ টাকা ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 11:45 AM

কলকাতা: শিয়রেই ধনতেরাস। সেই উপলক্ষে অনেকেই সোনা-রুপো কিনে থাকেন। এই সময় প্রতিদিনের সোনার দামে থাকে নজর। গতকাল সোনার দাম বাড়ায় কিছুটা মন খারাপ ক্রেতাদের। তবে বৃহস্পতিবার সদয় হলেন লক্ষ্মীদেবী। এদিন অনেকটা দাম কমল হলুদ ধাতুর। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২২০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে এদিন দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ২৫০ টাকা।

বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৩৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,০৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৩৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৩,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৫৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৪৪৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৫৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৫,৬০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,১৫০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

ধনতেরাসের আগে অনেকটা দাম কমল সোনার। গত পাঁচদিনে সর্বনিম্ন হয়েছে সোনার দর। এদিন দাম কমেছে রুপোরও।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে আরও খানিকটা দাম কমেছে সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৪৩.৫৫ মার্কিন ডলার। এদিন তা আরও খানিকটা কমল। বৃহস্পতিবার বিশ্ব বিশ্ববাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৩২.২২ মার্কিন ডলার। বিশ্ব বাজারে সোনার দামের পতনের কারণেই দেশীয় বাজারে কমেছে সোনার দাম।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে জুয়েলারি সংস্থার শেয়ারগুলির। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬০২.৬৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৪.৫০ টাকা। আর এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৬.৫০ টাকা।