Gold Price Today : জন্মাষ্টমীতে কমল সোনার দাম, গত এক সপ্তাহে সর্বনিম্ন হলুদ ধাতুর দর

Gold Price Today : শুক্রবার জন্মাষ্টমীতে কমল সোনার দাম। এদিন কমেছে রুপোর দরও। গত এক সপ্তাহে এদিন সর্বনিম্ন হল সোনার দর।

Gold Price Today : জন্মাষ্টমীতে কমল সোনার দাম,  গত এক সপ্তাহে সর্বনিম্ন হলুদ ধাতুর দর
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 1:56 PM

কলকাতা : বৃহস্পতিবার অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে শুক্রবার বাজার খুলতেই দাম পড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। এদিন সোনার সঙ্গে দাম কমল রুপোরও। গতকাল সোনার দামে কোনও হেরফের দেখা না গেলেও কমেছিল রুপোর দাম। আজও রুপোর দাম নিম্নমুখী। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৭০০ টাকা। এই নিয়ে পরপর চারদিন দাম কমল রুপোর।

শুক্রবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২১৫ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৭২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,১৫০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২১,৫০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

লক্ষ্মীবারে দাম না কমলেও শুক্রবারে সোনার দামে পতন দেখা গেল। গত এক সপ্তাহে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। এদিকে আজ আরও সস্তা হল রুপো।

শুক্রবার বিশ্ব বাজারে কমল সোনার দাম। গতকাল ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৬৬.৩২ মার্কিন ডলার। এদিনে তা সামান্য কমে হয়েছে ১,৭৫৬.১৬ মার্কিন ডলার। বিশ্ব বাজারে সোনার দামে পতনের প্রতিফলনই দেখা গিয়েছে এদিন দেশীয় বাজারে সোনার দামে।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবারে প্রতিবেদনটি লেখার সময় সামান্য কমেছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৮১.৩৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭১.১০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়ে হয়েছে ৬৮.৭৫ টাকা।