Gold Price Today : সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত সোনার দাম, আজ সোনা-রুপোর দর কত চলছে জানুন

Gold Price Today : সোমবার সোনার দামে কোনও ফারাক দেখা যায়নি। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৯৫০ টাকা।

Gold Price Today : সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত সোনার দাম, আজ সোনা-রুপোর দর কত চলছে জানুন
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2022 | 1:53 PM

কলকাতা : সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত রইল সোনার দাম। সোমবার সোনার দামে কোনও ওঠা-পড়া দেখা যায়নি। শনিবার যদিও ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১০০ টাকা। এদিকে অপরিবর্তিত রয়েছে রুপোর দামও।

সোমবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৯৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৫৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৯৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৯,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১২১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৯৬৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,২১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১২,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

জুলাইয়ের প্রথম দিক থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। কেন্দ্রীয় সরকার সোনার উপর আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়ানোর পরই দাম দেশীয় বাজারে দাম বেড়েছিল সোনার। তবে সোমবার সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৯৫০ টাকা। এদিকে সোনার মতো অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। এদিন ১০ গ্রাম রুপোর দাম রয়েছে ৫৭ হাজার ২০০ টাকা।

বিশ্ব বাজারে বেশ কয়েকদিন ধরেই দাম কম রয়েছে সোনার। সোমবার এক আউন্স সোনার দাম রয়েছে ১,৭৪২ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী টাইটান কোম্পানির শেয়ারের দাম। সোমবার এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,১৬০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬৩.৬০ টাকা। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৩৪.৫৫ টাকা।