Gold Price: চৈত্রের শুরুতেই দাম কমল সোনার, আজ কলকাতায় সোনা-রুপোর দর জানুন

Gold-Silver Price: দাম কমল সোনার। বলা যায়, বিয়ের মরশুম শেষ হয়ে চৈত্র মাস পড়তেই হলুদ ধাতুর দাম কমেছে। তাই সোনা কেনার থাকলে দেরি করবেন না। আবার দাম বাড়ার আগেই ঘরে আনুন গয়না। তবে সোনার দাম কমলেও রুপোর দাম কিছুটা বেড়েছে। আজ, মঙ্গলবার কলকাতায় সোনা-রুপোর দাম জেনে নিন।

Gold Price: চৈত্রের শুরুতেই দাম কমল সোনার, আজ কলকাতায় সোনা-রুপোর দর জানুন
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Mar 19, 2024 | 9:15 AM

কলকাতা: কিছুটা স্বস্তি মধ্যবিত্তের! মার্চের গোড়া থেকেই সোনার দামের পারদ ছিল তুঙ্গে। অবশেষে দাম কমল সোনার। বলা যায়, বিয়ের মরশুম শেষ হয়ে চৈত্র মাস পড়তেই হলুদ ধাতুর দাম কমেছে। তাই সোনা কেনার থাকলে দেরি করবেন না। আবার দাম বাড়ার আগেই ঘরে আনুন গয়না। তবে সোনার দাম কমলেও রুপোর দাম কিছুটা বেড়েছে। আজ, মঙ্গলবার কলকাতায় সোনা-রুপোর দাম জেনে নিন।

আজ, ১৯ মার্চ, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ৬৫ হাজার ৮৭০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। একইভাবে ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০ টাকা। ফলে এদিন নতুন দাম দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭০ টাকা। আর ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ১০ টাকা কমে ৪৯ হাজার ৪০০ টাকার গণ্ডি থেকে নেমে এসেছে। এদিন কলকাতায় ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৯০ টাকা।

অন্যদিকে, সোমবারের তুলনায় রুপোর দাম সামান্য বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম বেড়েছে ১০ টাকা। ফলে এদিন কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ৭ হাজার ৭০০-র গণ্ডি পেরিয়ে নতুন দাম হয়েছে ৭ হাজার ৭১০ টাকা।