Gold Price Today: বিয়ের মরশুমে ফের মাথায় হাত ক্রেতাদের, মঙ্গলে ৫৭ হাজারের গণ্ডি ছাড়াল সোনার দর

Gold Price Today: মঙ্গলবার অনেকটা হারে দাম বাড়ল হলুদ ধাতুর। সোনার পাশাপাশি এ দিন দাম বেড়েছে রুপোরও।

Gold Price Today: বিয়ের মরশুমে ফের মাথায় হাত ক্রেতাদের, মঙ্গলে ৫৭ হাজারের গণ্ডি ছাড়াল সোনার দর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 11:26 AM

কলকাতা: সোনার বাজারে আগুন। সোমবার সামান্য দাম বেড়েছিল ১০ গ্রাম সোনার। আর মঙ্গলবার বাজার খুলতেই মাথায় হাত ক্রেতাদের। এতদিন ৫৭ হাজার ছুঁই ছুঁই ছিল। এবার ৫৭ -র গণ্ডি পেরিয়ে গেল হলুদ ধাতুর দর (Gold Price Today)। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৮০ টাকা। এ দিন সোনার দাম বাড়লেও রুপোর দামে (Silver Price Today) গতকাল রুপোর দামে কোনও পরিবর্তন দেখা না গেলেও এ দিন সোনার পাশাপাশি বাড়ল রুপোর দামও। আর বিয়ের মরশুমে দুই ধাতুরই এই হারে দামবৃদ্ধি হওয়ায় মাথায় হাত পড়েছে ক্রেতাদের। এ দিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৭০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,১৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৭০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৭,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৪৯ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৯৯২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৪৯০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৪,৯০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে এইভাবে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ক্রেতাদের। মঙ্গলবার সব রেকর্ড ভেঙে ৫৭-র গণ্ডি পেরিয়ে গেল সোনার দর। সোনার পাশাপাশি এ দিন বেড়েছে রুপোর দামও। বিশ্ব বাজারে আজ স্পট গোল্ডের (Spot Gold) দাম রয়েছে । এ দিন বিশ্ব বাজারেও দাম বেড়েছে স্পট গোল্ডের। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৯২৪.৩৫ মার্কিন ডলার। এ দিন তা আরও বেড়েছে। আজ আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৯৩৫.২৫ মার্কিন ডলার। ফলে দেশীয় বাজারেও দাম বেড়েছে সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৭৯.১৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১২০.২০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৬১.৮৫ টাকা।