Gold Price Today: বিয়ের মরশুমে আজ কলকাতায় সোনা-রুপোর দর কত?

Gold Price Today: বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০০ টাকা।

Gold Price Today: বিয়ের মরশুমে আজ কলকাতায় সোনা-রুপোর দর কত?
এদিন দাম বেড়েছে রুপোরও। শনিবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৮ হাজার ১০০ টাকা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2022 | 10:44 AM

কলকাতা: সামনেই বিয়ের মরশুম। এই সময় বিয়ের অনুষ্ঠানের কারণে অনেকেই টুকিটাকি সোনা-রুপোর গয়না কিনে থাকেন। ফলে সোনার দোকানেও ভিড় লক্ষ্য করা যায়। এই আবহে গতকাল অনেকটা হারে দাম কমেছিল সোনার। গত এক মাসে মঙ্গলবার সর্বনিম্ন ছিল সোনার দাম। স্বভাবতই গতকাল ক্রেতাদের মুখে ছিল চওড়া হাসি। তবে সেই হাসি দীর্ঘস্থায়ী হল না। বুধবারই ফের দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৩০ টাকা। আর এদিকে গতকাল রুপোর দাম চড়লেও আজ দাম পড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৬,১০০ টাকা।

বুধবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৮,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১১১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮৮৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,১১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১১,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

মঙ্গলবার গত ১ মাসে সর্বনিম্ন ছিল সোনার দাম। তবে রাতারাতি মোহভঙ্গ হল ক্রেতাদের। বুধবার বাজার খুলতেই দাম বাড়ল সোনার। তবে এদিন দাম পড়ল রুপোর।

মঙ্গলবার বিশ্ববাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৪৩.৪৩ মার্কিন ডলার। বুধবার বিশ্ব বাজারে বেড়েছে সোনার দাম। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৫০.৬৯ মার্কিন ডলার। বিশ্ব বাজারে সোনার দাম বাড়ার জন্যই দেশীয় বাজারে দাম বাড়ল সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৭৩৩.৯০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০১.৪৫ টাকা। বুধবার অনেকটা দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৭.১০ টাকা।