Gold Price Today : সোনার দরে মিলল মঙ্গলবার্তা? আজ কলকাতায় হলুদ ধাতু কিনতে গেলে খসবে কত টাকা

Gold Price Today : দু'দিন অপরিবর্তিত থাকার পর ফের বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৪৬,৫৫০ টাকা। গতকালের তুলনায় ২০০ টাকা বেশি।

Gold Price Today : সোনার দরে মিলল মঙ্গলবার্তা? আজ কলকাতায় হলুদ ধাতু কিনতে গেলে খসবে কত টাকা
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2022 | 12:27 PM

কলকাতা : মঙ্গলবারে ভাগ্য সদয় হল না বলাই যায়। দু’দিন অপরিবর্তিত থাকার পর ফের বাড়ল সোনার দাম। গত দু’দিন সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। এবং গত এক মাসে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছিল সোনা। এদিন ৩০০ টাকা দাম বাড়ল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৩৩০ টাকা। পিছিয়ে নেই রুপোও। সোনার সঙ্গে পাল্লা দিয়ে এদিন দাম বাড়ল রুপোরও।

প্রতিবেদনটি লেখার সময় অনুযায়ী আজকের সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৫৫টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,২৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৫,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৭৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৬২৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৭৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৭,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৫৫০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

অক্ষয় তৃতীয়ার পর সোনা-রুপোর দাম সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার পর ফের কমেছিল সোনার দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পরপর দু’দিনে মোট ৯৫০ কমেছিল। আর দু’দিনে ২৪ ক্যারেটের সোনার দাম কমেছিল ১০৪০ টাকা। টাকার অঙ্কে যা অনেকটাই। এইবার গত দু’দিন যাবৎ সোনার সেই দামই বহাল থাকার পর মঙ্গলবার ফের বাড়ল সোনার দাম। রুপোর দামেও একই ছবি। পরপর দু’দিন দাম বাড়ার পর গত ১৪ মে এক লাফে ৪০০০ টাকা কমেছিল রুপোর দাম। সোমবার সেই দাম থাকার পর মঙ্গলবার সোনার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রুপোর দামও। ১ কেজি রুপোর বাটের দাম হল ৬১,৫৫০ টাকা।

বিশ্ব বাজারে সামান্য দাম বাড়ল সোনার। শনিবার এক ট্রয় আউন্স সোনার দাম কমে হয় ১,৭৭৯.৬০ মার্কিন ডলার। রবিবার সেই দামই বহাল ছিল। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম হল ১,৮০৭ মার্কিন ডলার। মঙ্গলবার বাজার খুলতেই কিছুটা দাম বাড়ল সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম ১৮২৪.৭৯ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

এদিন ফের বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের দাম ।গতকাল টাইটান কোম্পানির শেয়ারের দাম ছিল ২,১১৪.২৫ টাকা। এদিন তা হল ২,১৩১.১০ টাকা। তবে কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম পড়ল। ৬৩ টাকা থেকে কমে কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হল ৬২.৮৫ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দামও ঊর্ধ্বমুখী। গতকাল এই শেয়ারের দাম ছিল ২০.৯৫ টাকা। এদিন তা বেড়ে হল ২১.১৫ টাকা।